Precaution Dose: চিন্তা বাড়াচ্ছে কোভিডের তৃতীয় ঢেউ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার বুস্টার ডোজের (Covid booster shots) কথা বলেছে সরকার। স্বাস্থ্য-কর্মী (healthcare), frontline workers ছাড়াও কো-মর্বিডিটি রয়েছে এমন প্রবীণ নাগরিকদের আগে দেওয়া হচ্ছে এই সতর্কতামূলক টিকা। জেনে নিন কীভাবে বুক করবেন বুস্টার ডোজ্ ?
Covid booster shots: সোমবার থেকেই এই তৃতীয় কোভিড ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়েছে। নিয়ম মেনেই নিতে হবে এই কোভি়ড টিকা। স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, আগে দুটি টিকা গ্রহণের সময় টিকা গ্রহণকারীরা যে ভ্যাক্সিন নিয়েছেন তৃতীয় ডোজের সময়েও সেই ভ্যাকিসন নিতে হবে। কেউ যদি আগের দুটি ডোজের ক্ষেত্রে কোভিশিল্ড নিয়ে থাকেন তাহলে তৃতীয় ভ্যাক্সিনের ক্ষেত্রে টিকাগ্রহণকারীদের একই ভ্যাক্সিন নিতে হবে। কেউ কোভ্যাক্সিন নিলে তাকেও একই কাজ করতে হবে। এমনই বলেছেন নীতি আয়োগ-এর সদস্য ডক্টর ভিকে পল।
booster shots Walk-in appointment: সরকারের নিয়ম মেনে যারা ইতিমধ্যেই কোভিড টিকার দুটি জোজ নিয়েছেন একমাত্র তারাই এই বুস্টার ডোজ নিতে পারবেন। এরজন্য অ্যাপয়েনমেন্ট অথবা সরাসরি টিকাকরণ কেন্দ্রে গিয়ে এই ডোজ নিতে পারেন আবেদনকারী।শনিবার সন্ধ্যায় CoWIN পোর্টালে সতর্কতামূলক ডোজের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।CoWIN পোর্টালে স্বাস্থ্য কর্মী, ফ্রন্টলাইন কর্মী ও ৬০ ঊর্ধ্ব বা তার বেশি বয়সীদের জন্য COVID-19 ভ্যাকসিনের 'সতর্কতামূলক ডোজ'-এর রেজিস্ট্রেশন শুরু হয়েছে।
এ প্রসঙ্গে ট্যুইট করেছেন ন্যাশনাল হেলথ মিশন (NHM)-এর অতিরিক্ত সচিব ও মিশন ডিরেক্টর,বিকাশ শীল। শনিবার একটি টুইটে তিনি বলেছেন, "Co-WIN অ্যাপে HCWs/FLWs ও ৬০ ঊর্ধ্ব নাগরিকদের সতর্কতা ডোজের জন্য অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গিয়েছে। এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে অনুগ্রহ করে http://cowin.gov.in -এ ভিজিট করুন।"
Cowin পোর্টালে বা আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করে পান বুস্টার ডোজ
১ cowin.gov.in খুলুন বা আরোগ্য সেতু অ্যাপে Cowin ট্যাবে যান ও সেখানে ভ্যাক্সিনেশন ট্যাবে ক্লিক করুন।
২ এখানে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, যেটি আপনি আগের রেজিস্ট্রেশনের জন্য ব্যবহার করেছেন।
৩ যদি অন্য কেউ আপনার হয়ে রেজিস্ট্রেশন করে থাকেন , তাহলে অনুগ্রহ করে সেই নির্দিষ্ট মোবাইল নম্বরটি ব্যবহার করার সময় তার থেকে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) জিজ্ঞাসা করুন।
৪ মনে রাখবেন, Cowin পোর্টালে একই মোবাইল নম্বর ব্যবহার করে ৪ জন পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারেন।
৫ আপনি লগ ইন করার পরে, সম্ভবত আপনার নাম ও প্রোফাইল দেখতে পাবেন। আপনি যদি এখনও পর্যন্ত টিকা না নিয়ে থাকেন ও এখনই টিকা নেওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনাকে রেজিস্ট্রার করতে হবে।
৬ যারা আগে যারা সব টিকা নিয়েছেন ও বুস্টার ডোজের যোগ্য, তারা সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট মডিউলে সতর্কতা ডোজের স্লটগুলি দেখতে পাবেন।
৭ এই পর্যায়ে Precaution Dose ট্যাবে ক্লিক করুন। তারপর অ্যাপয়েন্টমেন্ট বেছে নিন।
৮ এখানে আপনার ঠিকানা, পিনকোড ইত্যাদির উপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্ট বেছে নিন ও বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন।
৯ অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হওয়ার পর তা অ্যাপ থেকে ডাউনলোড করে নিন।