FD Rate Hike: কিছুদিন আগেই ফিক্সড ডিপোজিটের উপর সুদের হার বাড়িয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। একইমাসে পরপর দু'বার সুদ বাড়াল এই ব্যাঙ্ক। নতুন বছর শুরু হতেই জানুয়ারি মাসে কয়েকটি মেয়াদের সুদের হার বাড়িয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এবার আরও একটি মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ল। গত ৮ জানুয়ারি থেকেই এই সুদের হার কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। মূলত ২ কোটি টাকার নীচের আমানতের উপরই সুদের হারে এই পরিবর্তন আনা হয়েছে।


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ৩০০ দিনের মেয়াদের জন্য সুদের হার ৮০ বেসিস পয়েন্ট বাড়ান হয়েছে। ১ জানুয়ারি তারিখেই এই একই মেয়াদের জন্য এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৪৫ বেসিস পয়েন্ট সুদ বাড়িয়েছিল। এবার ফের সুদের হার বেড়ে হল ৭.০৫ শতাংশ। আগে ৩০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের উপর আমানতকারীরা সুদ পেতেন ৬.২৫ শতাংশ যা বেড়ে ৮ জানুয়ারি থেকে ৭.০৫ শতাংশ সুদের হার ধার্য হয়েছে।


কত মেয়াদের আমানতে কত সুদ


সাধারণ নাগরিকদের জন্য মূলত ৭ দিনের থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত স্থায়ী আমানতে ৩.৫ শতাংশ থেকে শুরু করে ৭.০৫ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়।



  • ৭ থেকে ১৪ দিনের স্থায়ী আমানতে সুদের হার – ৩.৫০ শতাংশ

  • ১৫ থেকে ২৯ দিনের জন্য- ৩.৫০ শতাংশ

  • ৩০ থেকে ৪৫ দিনের জন্য- ৩.৫০ শতাংশ

  • ৪৬ থেকে ৬০ দিনের জন্য- ৪.৫০ শতাংশ

  • ৬১ থেকে ৯০ দিনের জন্য- ৪.৫০ শতাংশ

  • ৯১ থেকে ১৭৯ দিনের জন্য- ৪.৫০ শতাংশ

  • ১৮০ থেকে ২৭০ দিনের জন্য- ৬.০০ শতাংশ

  • ২৭১ থেকে ২৯৯ দিনের জন্য- ৬.২৫ শতাংশ

  • ৩০০ দিনের মেয়াদে সুদের হার- ৭.০৫ শতাংশ

  • ৩০১ দিন থেকে ১ বছরের কম মেয়াদে সুদ- ৬.২৫ শতাংশ

  • ১ বছরের মেয়াদে সুদ- ৬.৭৫ শতাংশ

  • ১ বছর থেকে ৩৯৯ দিনের জন্য সুদ- ৬.৮০ শতাংশ

  • ৪০০ দিনের জন্য সুদের হার- ৭.২৫ শতাংশ

  • ৪০১ দিন থেকে ২ বছরের মেয়াদে সুদ- ৬.৮০ শতাংশ

  • ২ থেকে ৩ বছরের মেয়াদে সুদ- ৭.০০ শতাংশ

  • ৩ থেকে ৫ বছরের মেয়াদে সুদ- ৬.৫০ শতাংশ

  • ৫ থেকে ১০ বছরের মেয়াদে সুদ- ৬.৫০ শতাংশ


 


প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার


পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের প্রবীণ গ্রাহকরা মূলত ৭ দিন থেকে শুরু করে ১০ বছরের মেয়াদে ৪.৩ শতাংশ থেকে ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ পাবেন।


আরও পড়ুন: FD Rate Hike: প্রবীণ নাগরিকদের জন্য সুখবর! এই ৫ ব্যাঙ্কে এফডিতে সবথেকে বেশি সুদ