Ticket Booking Rules : এবার রেলের (Indian Railways) যাত্রী সুরক্ষায় (Passenger Safety) বড় বদল করতে পারে ইন্ডিয়ান রেলওয়েজ (Indian Railways)। এবিপি নিউজ সূত্রে খবর, আগামী দিনে জেনারেলের বা সাধারণ যাত্রী টিকিটের (General Ticket Booking) নিয়মে পরিবর্তন করা হতে পারে।  

সাধারণের জন্য বদলে যাবে নিয়ম ?ভারতে প্রতিদিন কোটি কোটি মানুষ ট্রেনে যাতায়াত করে। তাদের কেউ কেউ সংরক্ষিত কোচে যাতায়াত করেন। পাশাপাশি অনেকেই অসংরক্ষিত কোচে যাতায়াত করেন। আমরা যদি সংরক্ষিত কোচের কথা বলি, তাহলে তাদের জন্য আগে বুকিং করতে হবে। এর মধ্যে রয়েছে থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি, এসি চেয়ার কার, স্লিপার এবং সেকেন্ড সিটিং এর মতো কোচ। আমরা যদি অসংরক্ষিত কোচের কথা বলি, তাহলে এর মধ্যে একটি সাধারণ কোচ আছে।

কী প্রভাব পড়বে এতেএই ক্ষেত্রে আপনাকে খুব বেশি অগ্রিম টিকিট কিনতে হবে না। রেলস্টেশনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আপনি পরবর্তী সময়ের জন্য টিকিট কিনে যেকোনও ট্রেনে ভ্রমণ করতে পারবেন। প্রতিদিন কোটি কোটি যাত্রী সাধারণ কোচে যাতায়াত করেন। কিন্তু এখন সাধারণ টিকিটে যাত্রীদের জন্য নিয়ম বদলাতে পারে রেল। জেনে নিন, সাধারণ টিকিট নিয়ে যাতায়াতকারী যাত্রীদের ওপর এর কী প্রভাব পড়বে।

সাধারণ টিকিটে কি কোনও পরিবর্তন হবে ?কয়েকদিন আগে যাত্রীদের প্রচণ্ড ভিড়ের কারণে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এই দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। বর্তমানে দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিন্তু এরই মধ্যে এমনও খবর আসছে, এখন জেনারেল টিকিটে যাতায়াতকারীদের জন্য নিয়ম বদলাতে চলেছে রেল।

আসলে, বলা হচ্ছে যে রেল মন্ত্রক এখন সাধারণ টিকিট বুকিংয়ের মানদণ্ড পরিবর্তন করার কথা ভাবছে। এখন জেনারেল টিকিটেও ট্রেনের নাম লেখা যাবে। বর্তমানে সাধারণ টিকিট কেটে এক মিনিটে ট্রেন পরিবর্তন করা যায়। কিন্তু টিকিটে একবার ট্রেনের নাম লিখলে যাত্রীরা ট্রেন পরিবর্তন করতে পারবেন না।

সাধারণ টিকিটের বৈধতা ?রেলের এই নিয়ম হয়তো অনেকেই জানেন না, যে রেলের দেওয়া সাধারণ টিকিটে একটা বৈধতা থাকে। সাধারণ টিকিট নেওয়ার ৩ ঘণ্টার মধ্যে যদি যাত্রা শুরু না হয়, তাহলে সেই টিকিট বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে ওই টিকিটে যাত্রী ভ্রমণ করতে পারবেন না।

(প্রতিবেদনের সৌজন্যে এবিপি নিউজ)

Traffic Rules: এরা স্কুটার বা বাইক চালালে এবার ২৫ হাজার টাকা জরিমানা, ভুলেও করবেন না এই ভুল