Indian Railways: আপনার অতিরিক্ত মালপত্রের কারণে সমস্যা হচ্ছে অন্যান্যদের। সব যাত্রীদের ট্রেন সফরে সুস্থ পরিষেবা দিতে তাই নতুন নিয়ম করল ভারতীয় রেল (Indian Railways)। জেনে নিন ট্যুইটে কী বলেছে রেল মন্ত্রক।
Railway Luggage: রেলের সফরে অতিরিক্ত মালপত্র বহন করেন ?
এবার থেকে রেল সফরে অতিরিক্ত মালপত্র করলেই বাড়তে পারে যাতায়াত ভাড়া। যাত্রীদের লাগেজ নিয়ে বার্তা দিয়েছে ভারতীয় রেল। যেখানে বলা হয়েছে, অতিরিক্ত ব্যাগেজের ক্ষেত্রে পার্সেল অফিস থেকে লাগেজ বুক করতে হবে যাত্রীদের। ফলত, টিকিটের পাশাপাশি বেশি মালপত্র বহন করলে দিতে হবে আরও টাকা।
Indian Railways: ট্রেনেই পাওয়া যায় এই বিশেষ সুবিধা নিয়ে
দেশে বেশি দূরত্বের ভ্রমণের জন্য রেলওয়ে সবসময়ই মানুষের বিশেষ পছন্দ। এর কারণ যাত্রীরা ফ্লাইটের থেকে ট্রেনে বেশি লাগেজ নিয়ে ভ্রমণ করতে পারেন। নিয়ম অনুসারে, ট্রেনে ভ্রমণের সময় লাগেজ বহন করার একটি সীমা আছে, তা সত্ত্বেও অনেক যাত্রী ট্রেনে খুব বেশি লাগেজ নিয়ে যাতায়াত করেন, যা অন্যান্য যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়। যে কারণে রেলওয়ে এই ধরনের যাত্রীদের জন্য লাগেজ বুকিং চালু করেছে।
Railway Luggage: ট্যুইটে কী বলেছে রেল ?
এই বিষয়ে রেল মন্ত্রক তার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে টুইট করেছে। যেখানে ট্রেনে যাত্রার সময় অতিরিক্ত জিনিসপত্র নিয়ে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, লাগেজ বেশি হলে যাত্রার আনন্দ অর্ধেক হয়ে যাবে! বেশি মালপত্র নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন না। অতিরিক্ত লাগেজের ক্ষেত্রে, পার্সেল অফিসে যান ও লাগেজ বুক করুন।
Indian Railways: লাগেজ সংক্রান্ত রেলওয়ে নিয়ম জেনে নিন
রেলের নিয়ম অনুযায়ী, যাত্রীরা ট্রেনে ভ্রমণের সময় মাত্র 40 থেকে 70 কেজি লাগেজ বহন করতে পারেন। যদি কেউ এর থেকে বেশি লাগেজ ভ্রমণ করেন, তাহলে তাঁকে আলাদা ভাড়া দিতে হবে। রেলের কোচ অনুযায়ী যাত্রীদের লাগেজ নেওয়ার আলাদা নিয়ম রয়েছে। রেলওয়ের মতে, স্লিপার ক্লাসে যাত্রীরা 40 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারেন। পাশাপাশি এসি-টিয়ার পর্যন্ত 50 কেজি লাগেজ বহন করার ছাড় রয়েছে। যেখানে প্রথম শ্রেণির এসিতে যাত্রীরা 70 কেজি পর্যন্ত লাগেজ বহন করতে পারবেন।