Purba Bardhaman Recruitment: পূর্ব বর্ধমানে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে প্যারামেডিক্যাল স্টাফ, লিগ্যাল-কাম-প্রোবেশন অফিসার, আউটরিচ ওয়ার্কারের পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন।
Jobs in Purba Bardhaman: কোথায় কতগুলি পদে নিয়োগ ?
জেলা ম্যাজিস্ট্রেটের পূর্ব বর্ধমানের কার্যালয়, জেলা সমাজকল্যাণ বিভাগে নির্দিষ্ট ঠিকানায় আবেদন করতে বলেছে কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমানের জেলা শিশু সুরক্ষা ইউনিট ও মেয়েদের জন্য সরকার পরিচালিত চিলড্রেন হোমের জন্য নিয়োগ হবে। চুক্তির ভিত্তিতে ৩টি পদে হবে এই নিয়োগ। চাকরিপ্রার্থীদের স্বার্থে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্য নিচে সংক্ষেপে দেওয়া হল। প্রয়োজনে জেলার অফিশিয়াল ওয়েবসাইটে চাকরির বিষয়ে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন।
Purba Bardhaman Recruitment:
প্যারা মেডিকেল স্টাফ (মহিলাদের জন্য) - 01
যোগ্যতা: এইচএস পাশ ও নার্সিং/ ফার্মেসিতে ডিপ্লোমা। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা।
বয়স সীমা : এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স 21-40 বছর হতে হবে।
Jobs in Purba Bardhaman: লিগাল-কাম-প্রবেশন অফিসার-01
যোগ্যতা: আইনে স্নাতক। শিশু কল্যাণের ক্ষেত্রে কম্পিউটার পরিচালনার জ্ঞান ও 3 বছরের অভিজ্ঞতা। এই বিষয়ে বিশদে জানতে জেলার অফিশিয়াল ওয়েবসাইটে দেখে নিন।
বয়স সীমা: 18-45 বছর
Purba Bardhaman Recruitment: আউটরিচ ওয়ার্কার - 01
যোগ্যতা: মাধ্যমিক বা সমতুল্য। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা ও ভাল কমিউনিকেশন স্কিল।
Jobs in Purba Bardhaman: কীভাবে আবেদন করবেন
আগ্রহী প্রার্থীদের 15/06/2022 তারিখে বা তার আগে সমাজকল্যাণ বিভাগে, জেলা ম্যাজিস্ট্রেট অফিস, পূর্ব বর্ধমান -713101 এর অফিসে রাখা ড্রপ-বক্সে তাদের আবেদনপত্র ফেলে দিতে হবে।প্রার্থীদের নির্বাচনের নিয়ম ও যোগ্যতার নিয়ম সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখে নিন।
Official website of Office of the District Magistrate Purba Bardhaman — https://purbabardhaman.nic.in/
Education Loan Information:
Calculate Education Loan EMI