Indian Railway: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় দেওয়া নিয়ে সরকারের কাছে প্রস্তাব দিচ্ছিল বিভিন্ন রাজনৈতিক দল। অবশেষে সংসদে সেই প্রশ্নের জবাব দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।  


Railway Concession To Senior Citizen: কী বলেছেন রেলমন্ত্রী ?
সংসদে এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রবীণ নাগরিকদের জন্য রেলে ভ্রমণে ছাড়ের বিষয়টি নতুন করে ভাবছে না সরকার। কারণ ইতিমধ্য়েই যাত্রী পরিষেবাগুলিতে ভর্তুকি হিসাবে ৫৯,০০০ কোটি টাকা ব্যয় করতে হয়েছে। রেলওয়েতে পেনশন ও বেতনের বোঝাও অনেক বেশি। তাই নতুন করে প্রবীণদের টিকিটে ছাড়ের পথে হাঁটছে না সরকার।


Indian Railway: কবে থেকে ভর্তুকি তুলে নেয় রেল ?
কোভিডের সময় থেকে রেলওয়ে প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় স্থগিত করেছিল। রেলমন্ত্রী জানান, রেলওয়েকে যাত্রী পরিষেবাগুলিতে ভর্তুকি বাবদ 59,000 কোটি টাকা ব্যয় করতে হবে, যা একটি বিশাল অঙ্ক। এই পরিমাণ কিছু রাজ্যের বার্ষিক বাজেটের চেয়েও বেশি। অশ্বিনী বৈষ্ণবের মতে, রেলের বার্ষিক পেনশনের জন্য 60,000 কোটি টাকা খরচ করতে হবে। বেতন ব্যয় 97,000 কোটি টাকা, যেখানে 40,000 কোটি টাকা জ্বালানি খরচ করতে হয়। এখানেই শেষ নয়, রেলওয়েকে গত বছর ভর্তুকি বাবদ 59,000 কোটি টাকা ব্যয় করতে হয়েছিল। বর্তমানে যাত্রীদের জন্য নতুন সুবিধা নিয়ে আসছে ভারতীয় রেল। সেই ক্ষেত্রে নিত্যদিন নতুন সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাই এই মুহূর্তে অন্যকিছু না ভেবে রেলের অবস্থার দিকে নজর দেওয়া উচিত সবার।


Railway Concession To Senior Citizen: রেলের টিকিটে ছাড় ফিরিয়ে আনার দাবি
সম্প্রতি রেলে প্রবীণ নাগরিকদের ভাড়া ছাড়ের বিষয়টি সংসদে তোলেন মহারাষ্ট্রের লোকসভা সাংসদ নবনীত রানা। রেলমন্ত্রীর কাছে তিনি জানতে চান, রেল ভাড়ায় প্রবীণ নাগরিকদের কবে থেকে ফের ছাড় দেওয়া হবে। যার জবাবে রেলমন্ত্রী বলেন,''বর্তমানে রেলের টিকিটে ছাড় ফিরিয়ে আনা সম্ভব নয়।''


Indian Railway: প্রতিটি রেল যাত্রী ভাড়ায় ৫৩ শতাংশ ছাড় পান
গত সপ্তাহে প্রশ্নোত্তর পর্বে প্রবীণ নাগরিকদের রেলে ছাড় দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হয়েছিল রেলমন্ত্রীকে। যার জবাবে রেল মন্ত্রক জানিয়েছে,  রেলে ভ্রমণকারী সব যাত্রীদের জন্য গড়ে ৫৩ শতাংশ ছাড় দেয় ইন্ডিয়ান রেলওয়ে। এর সঙ্গে এই ছাড় ছাড়াও দিব্যাঙ্গন, ছাত্র ও রোগীদেরও ছাড় দেয় রেল। রেলমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে রেলওয়েতে ছাড়ের অভাবে ৬৩ লাখ প্রবীণ নাগরিক রেলে ভ্রমণ বন্ধ করে দিয়েছেন।  সংসদের স্থায়ী কমিটি আবারও প্রবীণ নাগরিকদের রেল ভাড়ায় ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে কি না? এই প্রশ্নের লিখিত উত্তরে, রেলমন্ত্রী বলেন, ২০১৯-২০ সালে রেল যাত্রী টিকিটে ৫৯,৮৩৭ কোটি টাকা ভর্তুকি দিয়েছে। অর্থাৎ প্রত্যেক রেল যাত্রীকে ভাড়ায় গড়ে ৫৩ শতাংশ ছাড় দিয়েছে । তাই নতুন করে আর প্রবীণ নাগরিকদের রেলের টিকিটে ছাড়ের বিষয়ে ভাবছে না সরকার।


আরও পড়ুন : Indian Railways: ভারতীয় রেলের নতুন উপহার, এবার এল 'সার্কুলার টিকিট',জেনে নিন কী সুবিধা