Ram Navami: বুধবার ব্যাঙ্কে যাওয়ার আগে জেনে নিন ছুটির তালিকা (Bank Holiday)। আপনার রাজ্যেও বন্ধ থাকতে পারে ব্যাঙ্ক (Ram Navami)। সেই ক্ষেত্রে শাখায় গেলে ফিরে আসতে হবে।
Bank Holiday: ১৭ এপ্রিল অনেক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ
বুধবার সারা দেশে রাম নবমী (Ram Navami) উৎসব উদযাপিত হবে। রামনবমী হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব। এই দিনটি ভগবান রামের জন্মবার্ষিকী হিসেবে পালিত হয়। এই উপলক্ষে অনেক রাজ্যে ব্যাঙ্ক ছুটি রয়েছে। এই বছর রাম নবমী উৎসব পালিত হচ্ছে 17 এপ্রিল 2024 অর্থাৎ বুধবার। এই দিনে আপনার যদি ব্যাঙ্ক সংক্রান্ত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে, তাহলে জেনে নিন আপনার রাজ্যে ব্যাঙ্কগুলি খোলা না বন্ধ।
রাম নবমীর কারণে এই শহরগুলিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে
ব্যাঙ্ক একটি অপরিহার্য আর্থিক প্রতিষ্ঠান। এই অবস্থায় ব্যাঙ্কগুলি বন্ধ হয়ে গেলে অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে যায়। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ইতিমধ্যেই রাজ্যগুলি অনুসারে ছুটির তালিকা প্রকাশ করেছে। এই কারণে পরবর্তীতে কোনও ধরনের সমস্যায় পড়তে হবে না। আহমেদাবাদ, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, কানপুর, লখনউ, পাটনা, রাঁচি, সিমলা, মুম্বাই এবং নাগপুরে 17 এপ্রিল রাম নবমীর উৎসবে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
অনলাইন পরিষেবা চালু থাকবে
সময়ের সঙ্গে সঙ্গে ব্যাঙ্কিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এসেছে। আপনি শুধু মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ঘরে বসে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করতে পারেন। এছাড়াও আপনি UPI এর মাধ্যমে টাকা লেনদেন করতে পারেন। এছাড়াও আপনি নগদ তোলার জন্য এটিএম ব্যবহার করতে পারেন।
2024 সালের এপ্রিল মাসে এই দিনগুলিতে ব্যাঙ্ক ছুটি থাকবে
20 এপ্রিল 2024- গড়িয়া পুজোর কারণে আগরতলায় ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
21 এপ্রিল 2024- রবিবারের কারণে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
27 এপ্রিল 2024- চতুর্থ শনিবারের কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
28 এপ্রিল 2024- রবিবারের কারণে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে।
Bank Holidays List in 2023: Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
বর্তমানে ডিজিটাল ব্যাঙ্কিংয়ের কারণে ঘরে বসেই হয়ে যায় টাকা পাঠানোর কাজ। তবে কিছু ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয়। তাই আগামী মাসে ব্যাঙ্কে যাওয়ার আগে ছুটির তালিকা দেখে নিন। না হলে ব্যাঙ্কে গিয়েও খালি হাতে ফিরে আসতে হবে আপনাকে।
আরও পড়ুন : Unhappy Leaves: মন ভাল না থাকলে অফিসে আসতে হবে না, এখানে এভাবে ছুটি পাওয়া যায়