Ration Card Update: রেশন তুলতে গিয়ে আপনার সঙ্গেও হতে পারে এমনই কিছু। e-Pos রেশন মেশিনে ফুটে উঠতে পারে এই বিষয়। রেশন কার্ড হোল্ডারদের সতর্ক করতে তাই সামাজিকমাধ্যমে বার্তা দিল পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর। জেনে নিন কী সেই গুরুত্বপূর্ণ বিষয়।


Aadhaar-Ration Card Link: সম্প্রতি রাজ্যের রেশন কার্ড গ্রাহকদের নিয়ে ট্যুইট করেছে Food & Supplies Department, West Bengal। যেখানে রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর বলেছে, অবিলম্বে আধার কার্ডের সঙ্গে ডিজিটাল রেশন কার্ড যোগ করতে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে সেই কার্ড সংযুক্তিকরণের পথে হাঁটছে খাদ্য দফতর।



Aadhaar-Ration Card Link: কী দেখবেন মেশিনে ?
এই বিষয়ে একটি সচেতনতামূলক বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দফতর। রাজ্যের তরফে বলা হয়েছে, রেশন তোলার সময় e-Pos রেশন মেশিনে লাল কালিতে নাম ফুটে উঠলেই বুঝবেন আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো নেই। সেই ক্ষেত্রে বাড়িতেই আধার লিঙ্কড মোবাইল নম্বরের মাধ্যমে রেশন কার্ড জুড়তে পারবেন। এ ছাড়াও বাংলা সহায়তা কেন্দ্র, রেশনের দোকান ও পরিদর্শকের অফিসে গিয়ে এই কাজ করাতে পারেবন।


Ration Card Update: এর পাশাপাশি রেশন কার্ড হোল্ডারদের পাশে দাঁড়াতে আরও বেশকিছু পরিষেবা চালু করেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দফতর। এবার থেকে আর অন্যের ওপর ভরসা করতে হবে না। দফতর জানিয়েছে, নিজেই জানতে পারবেন রেশন কার্ডের আবেদনের বর্তমান অবস্থা। সম্প্রতি আবেদনকারীদের জন্য এমনই সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ খাদ্য দফতর। এই সহজ উপায়ে জেনে নিন কাজ এগোল কতদূর।


কীভাবে জানবেন রেশন কার্ডের আবেদনের অবস্থা ? 


১ প্রথমে খাদ্য দফতরের ওয়েবসাইট www.food.wb.gov.in-এ যান।
২ এবার বাঁ দিকে এনকোয়ারি অপশনে গিয়ে Check Ration Card Application Status-এ গিয়ে ক্লিক করুন।
৩ এখানে পরবর্তী পেজে গিয়ে আপনার Form Type ও Application Number অথবা ১০ অঙ্কের রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে আপনার আবেদনটির অবস্থান যাচাই করুন।
৪ এ ছাড়াও এই বিষয়ে কোনও ধরনের অভিযোগ বা রেশন কার্ড সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য টোল ফ্রি  ১৮০০ ৩৫৫ ৫৫০৫ নম্বর অথবা 
১৯৬৭-এ যোগাযোগ করতে পারেন। 


E-Ration Card Update: তবে রেশন কার্ড হাতে না পেলে চিন্তা নেই। এসে গেছে ই-রেশন কার্ড(E-Ration Card)। আপনার ডিজিটাল রেশন কার্ডের আবেদন মঞ্জুর না হলেও ভয় পাবেন না। এই সহজ উপায়ে এক ক্লিকেই হাতে আসবে আপনার E-Ration Card। বর্তমানে যা ডিজিটাল রেশন কার্ডের (Digital Ration Card) সমতুল্য।


E-Ration Card -এর জন্য কীভাবে আবেদন করবেন ?


কারও যদি ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card)না থাকে তাহলে সেই ব্যক্তি নতুন করে ই-রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।এই কাজ করতে প্রথমে www.food.wb.in-এ গিয়ে সার্ভিসেস মেনুতে ক্লিক করুন। এবার নতুন রেশন কার্ড পেতে Ration Card অপশনে ক্লিক করতে হবে আপনাকে।


কারও যদি ডিজিটাল রেশন কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি অফলাইনে ফুড ইনস্পেকটরের অফিসে গিয়ে নতুন ই-রেশন কার্ডের জন্য আবেদন করতে পারেন। যাদের মোবাইল নম্বর বর্তমান ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে যুক্ত রয়েছে- তাদের www.food.wb.in-এ গিয়ে মোবাইল নম্বর দিয়ে লগ ইন করতে হবে। এবার তার মোবাইলে একটি OTP আসবে। এখানে আপনাকে ফর্ম ১১ পূরণ করতে হবে। যা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বরকে লিঙ্ক করাবে। এবার আপনার আবেদন গ্রাহ্য হলে মোবাইলে এসএমএস-এর মাধ্যমে 
জানতে পারবেন।


যাদের ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত নেই-তাদের ফুড ইনস্পেকটরের অফিসে গিয়ে ফর্ম ১১ (যা ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে আধার ও মোবাইল নম্বরকে লিঙ্ক করাবে)। এই ক্ষেত্রেও কর্তৃপক্ষের সম্মতি আপনাকে SMS-এর মাধ্যমে জানানো হবে।