Jobs in Paschim Medinipur: রাজ্যের এই জেলায় ল্যাব অ্যাসিস্ট্যান্ট, বায়োলজিস্ট ছাড়াও আরও অনেক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে করতে হবে আবেদন।


District Health & Family Welfare Samiti, Paschim Medinipur 
সব মিলিয়ে ৫২টি পদে হবে নিয়োগ। যার মধ্যে মলিকিউলার বায়োলজিস্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট , ল্যাব অ্যাটেন্ড্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট পদে লোক নিয়োগ করবে কর্তৃপক্ষ। কোভিডকালে ২ মাসের চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে।


MOLECULAR BIOLOGIST – 04
LAB ASSISTANT – 15
LAB ATTENDANT – 15
LABORATORY TECHNICIAN – 15
PHARMACIST – 08


Jobs in Paschim Medinipur: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে M.Sc/ B.Sc/ HS passed/ D-Pharma উত্তীর্ণ হতে হবে।


Jobs in Paschim Medinipur: বয়স সীমা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে SC/ST-দের জন্য এই বয়স ৫ বছর ও OBC বিভাগের জন্য ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।কোভিড-19 সম্পর্কিত দায়িত্বগুলির জন্য দুই মাসের চুক্তিতে নিয়োগ হবে বাছাই প্রার্থীদের।


Jobs in Paschim Medinipur: প্রার্থীদের নির্বাচন
এই পদে প্রার্থী বাছাই হবে যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। কেবল বাছাই তালিকাভুক্ত প্রার্থীদের যাচাইকরণ/সাক্ষাৎকার/কম্পিউটার পরীক্ষার জন্য ডাকা হবে।


Jobs in Paschim Medinipur: পরীক্ষা ও ইন্টারভিউয়ের সঠিক তারিখ, সময় ও স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি এই ধরনের তথ্য জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম মেদিনীপুর এর অফিশিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে। https://www.paschimmedinipur.gov.in    


কীভাবে আবেদন করবেন ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কেবল জেলাস্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম মেদিনীপুরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে করতে — https://www.paschimmedinipur.gov.in । আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে করতে হবে আবেদন।


Education Loan Information:

Calculate Education Loan EMI