Bank Cyber Security: ভারতের ব্যাঙ্কগুলিকে ক্রমাগত সাইবার হামলার আশঙ্কা নিয়ে সতর্ক করেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের আশঙ্কা (RBI Alert) যে আগামী কিছুদিনের মধ্যেই ভারতের ব্যাঙ্কে হতে পারে সাইবার হানা। আর এই মর্মে সাইবার নিরাপত্তার দিকটিও দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক, মিলল পরামর্শও
রিজার্ভ ব্যাঙ্ক ভারতের ব্যাঙ্কগুলিকে সতর্ক করেছে সাইবার হামলার (RBI Alert) ব্যাপারে এবং সেই প্রেক্ষিতে সতর্ক থাকার কথাও বলেছেন। ব্যাঙ্কগুলিকে সাইবার নিরাপত্তা বাড়ানোর ব্যাপারে পরামর্শ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। এমনকী সতর্কতা জারির সঙ্গে সঙ্গে ঠিক কীভাবে সাইবার নিরাপত্তা বাড়ানো যায়, তা নিয়ে পরামর্শও দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
সমীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক
ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে ব্যাঙ্কগুলি কীভাবে সাইবার হামলার সঙ্গে মোকাবিলা করতে পারে তা নিয়ে সমীক্ষা চালিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এজন্য, রিজার্ভ ব্যাঙ্কের তত্ত্বাবধানে চলেছে সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এক্সামিনেশন। এই পরীক্ষাকে বলা হয় সি-সাইট। এই পদ্ধতিতে বিভিন্ন ব্যাঙ্কের ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রস্তুতি, ইন্টারনেট ও মোবাইল ব্যাঙ্কিং প্ল্যাটফর্ম, জালিয়াতি নির্দেশ ব্যবস্থা ইত্যাদি পরীক্ষা করে নেওয়া হয়।
ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবার কারণেই ঝুঁকি বৃদ্ধি
ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু হওয়ার পর থেকেই আদপে সাইবার ঝুঁকির মাত্রাও বেড়ে গিয়েছে। সাইবার এবং আইটিকে এজন্য আলাদা করে দেখার কিছু নেই। সি-সাইট পরীক্ষার (C-Sight) অধীনেই রিজার্ভ ব্যাঙ্কের তদন্তকারী সংস্থা সমস্ত ব্যাঙ্কের আইটি সিস্টেম (RBI Alert) তদারকি করবে এবং পরীক্ষা চালাবে। আর এই পরীক্ষার মাধ্যমেই ঝুঁকির বিষয়গুলি সবার আগে শনাক্ত করা হয়েছে।
এর আগেও সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক
এর আগেও কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে সাইবার হানার ঝুঁকি সম্পর্কে জানানো হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর গত মাসেই একটি অনুষ্ঠানে উল্লেখ করেছেন যে সাইবার হামলা ঝুঁকির বিষয়ে ব্যাঙ্কগুলির আগে থেকেই সতর্ক থাকা উচিত। ৯ ফেব্রুয়ারি ১৯তম ব্যাঙ্কিং টেকনোলজি কনফারেন্সে এই কথা বলেছিলেন টি রবিশঙ্কর।
কিছুদিন আগে গোল্ড লোনে জালিয়াতি নিয়েও কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানা গিয়েছিল যে ব্যাঙ্ক কর্মীরা সিস্টেমের সঙ্গে এমন কিছু কারসাজি করেছে যা কিনা এক ধরনের প্রতারণা। ব্যাঙ্কগুলি ঠিকভাবে ঋণ দিচ্ছে কিনা তা যাচাই করতে চেয়েছে রিজার্ভ ব্যাঙ্ক।
আরও পড়ুন: Multibagger Stock: ১০ হাজার থেকে সোজা ৬ লাখ ! ১০ বছরে বিপুল মুনাফা মিলেছে এই স্টকে