Share Market: বেশ কয়েক বছরে ভারতের শেয়ার বাজারে বিপুল মুনাফা এসেছে। বেশ কিছু স্টক ধনী করেছে বিনিয়োগকারীদের। এর মধ্যে অধিকাংশই যদিও স্মলক্যাপ স্টক। কিছু কিছু স্টক দ্বিগুণ, চারগুণ ছাড়িয়ে ১০০ গুণ, এমনকী ১০০০ গুণও রিটার্ন দিয়েছে ১০ বছরের মধ্যে। আর এমনই একটি স্মলক্যাপ স্টকে এসেছে ৬০০০ শতাংশ রিটার্ন। ১০ হাজার টাকা থেকেই ১০ বছরের মধ্যে ৬ লাখ টাকা রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা। কোন সংস্থার শেয়ার ? আপনার কেনা আছে ?


কোন সংস্থার শেয়ার


সংস্থার নাম HLE Glascoat যারা মূলত কাচের জিনিসপত্র বানিয়ে থাকে, ফিল্টার, ড্রায়ার ইত্যাদি তৈরি করে। এই সংস্থার শেয়ারেই বিগত ১০ বছরে এসেছে বিপুল মুনাফা। এই সময়ের মধ্যেই সংস্থার শেয়ারের দাম বেড়ে গিয়েছে প্রায় ৬০০০ শতাংশ। অর্থাৎ কোনও ব্যক্তি যদি আজ থেকে ১০ বছর আগে এই শেয়ারে ১০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তিনি ৬ লাখ টাকা রিটার্ন পেতেন।


সংস্থার ব্যবসা


কেমিক্যাল প্রসেস ইকুইপমেন্টের সঙ্গে যুক্ত আছে এই সংস্থা, ফিল্টার, ড্রায়ার ইত্যাদি নির্মাণের সঙ্গে যুক্ত রয়েছে HLE Glascoat সংস্থা। রি অ্যাক্টর, হিট এক্সচেঞ্জারে ইত্যাদিও তৈরি করে এই সংস্থা। বর্তমানে এই সংস্থার বাজারগত মূলধন ৩০০০ কোটি টাকা।


সংস্থার শেয়ারের পারফরম্যান্স


গত ১০ বছর ধরে এই সংস্থা ভাল ব্যবসা করলেও বিগত ৬ মাসের মধ্যে সংস্থার পারফরম্যান্স খুব একটা ভাল নয়। এক মাসের মধ্যে এই সংস্থার শেয়ারে ১২ শতাংশ নেগেটিভ রিটার্ন এসেছে। ৩ মাসে ১৭ শতাংশ এবং ৬ মাসে ২৫ শতাংশ কমে গিয়েছে এই শেয়ারের দাম। ডিসেম্বর ত্রৈমাসিকে সংস্থার রেভিনিউ কমেছে ১১ শতাংশ। এই সংস্থায় প্রতিষ্ঠাতাদের ৬৭ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। ৫ বছরের নিরিখে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ১০৭০.২৪ শতাংশ।


(মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: GST Deadline: ব্যবসা করেন ? আয়করের পাশাপাশি এই কাজ করে নিতে হবে এই মাসের মধ্যেই