RBI new card rules: বদলে গেল সময়সীমা। ১ জানুয়ারির পরিবর্তে এবার ৩০ জুনের মধ্যে করতে হবে এই কাজ। সম্প্রতি এই নতুন ঘোষণা করেছে Reserve Bank of India (RBI)। New credit-debit card rules : নতুন নিয়মের সময় সীমা বাড়ানোর ক্ষেত্রে একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক্। যেখানে বলা হয়েছে, (CoF) ডেটাতে কার্ড সংরক্ষণের সময়সীমা ছয় মাস বাড়ানো হয়েছে। অর্থাৎ ৩০ জুন ২০২২ সালের মধ্যে করতে হবে এই কাজ। ব্যবসায়ী তথা শিল্প মহলের অনুরোধের ফলেই এই কাজ করেছে Reserve Bank। 


Tokenisation আসলে কী ?
গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডে কোনও আর্থিক লেনদেন করতে গেলেই কিছু নির্দিষ্ট তথ্য দিতে হয়। এই তথ্যের মধ্যে থাকে ১৬ সংখ্যার কার্ড নম্বর, card expiry date, CVV ছাড়াও ওয়ান টাইম পাসওয়ার্ড ও ট্রানজাকশন পিন। সবথেকে বড় বিষয় এইসব নথি ঠিকঠাকভাবে দিলেই আপনার আর্থিক লেনদেন সফল হয়। এই বিস্তারিত বিবরণী জমার পরিবর্তে আপনি টোকেনাইজেশনের পথে হাঁটতে পারেন। যেখানে কার্ডের বিবরণীর পরিবর্তে আপনাকে একটি গোপন কোড দেওয়া হবে। এই গোপন কোডকেই টোকেন (Token) বলা হচ্ছে। যা কার্ডের প্রতিটি আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে দিতে হবে। প্রতিটি কার্ডের ক্ষেত্রে টোকেন আলাদা হয়।


RBI new card rules: রিজার্ভ ব্যাঙ্কের তরফে বলা হয়েছে, কোনওভাবেই গ্রাহকের ক্রেডিট ও ডেবিট কার্ডের ডেটা গচ্ছিত রাখতে পারবে না ব্যাঙ্ক ও ওয়েলেট কোম্পানিগুলি। সংস্থার অ্যাপ থেকে এইসব ডেটা মুছে দিতে হবে। গ্রাহকের লেনদেনের সুরক্ষায় এবার থেকে 'এনক্রিপটেড টোকেন'-এর ব্যবস্থা করতে হবে তাদের। ১ জানুয়ারি ২০২২ থেকে চালু হওয়ার কথা ছিল এই নিয়ম।


RBI new card rules: কী বলছে রিজার্ভ ব্যাঙ্ক ?
২০২০ সালের মার্চে প্রথম এই নিয়ম আনে Reserve Bank of India (RBI)। চলতি বছরের সেপ্টেম্বরে ফের এই বিষয়ে সব কোম্পানিগুলিকে বার্তা পাঠানো হয়। যেখানে রিজার্ভ ব্যাহ্ক জানিয়ে দেয়, গ্রাহক সুরক্ষার জন্য কোনওভাবেই কার্ডের তথ্য সেভ রাখতে পারবে না কোম্পানিগুলি। অবিলম্বে সেগুলি মুছে দিতে হবে। এই বিষয়ে সব কোম্পানিকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাঙ্কে। ডেবিট ও ক্রেডিট কার্ডের লেনদেনের ক্ষেত্রে 'টোকেনাইজেশনের'  (Tokenisation) পরামর্শ দেয় RBI। এবার সেই সময়সীমা বাড়াল কেন্দ্রীয় ব্যাঙ্ক।


SBI 3-in-1 Account: এক অ্যাকাউন্টে তিন কাজ, স্টেট ব্যাঙ্কের নয়া অফার


SmartPhone Tips: ফোনে বিরক্ত করছে বিজ্ঞাপন ! এই সহজ পথে বন্ধ করুন অ্যাড