WBPARD Recruitment 2021: ওয়েস্ট বেঙ্গল পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস ডিপার্টমেন্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীদের অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে করতে হবে এই কাজ। 


West Bengal Personnel & Administrative Reforms Department-এ সফ্টওয়্যার পার্সোনেল, রিকনসিলিয়েশন পার্সোনেল, হেল্প ডেস্ক পার্সোনেল, চিফ অপারেটিং অফিসার, চিফ টেকনোলজি অফিসার, চিফ ফিন্যান্স অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সব মিলিয়ে ৯টি পদে হবে নিয়োগ।পুরোপুরি চুক্তির ভিত্তিতে বাংলা সহায়তা কেন্দ্রের Bangla Sahayata Kendras (BSKs)-র প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটে Programme Management Unit (PMU)এই নিয়োগ করা হবে।  


CHIEF OPERATING OFFICER (COO) – 01
শিক্ষাগত যোগ্যতা- এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর মাস্টার ডিগ্রি অথবা MBA করা থাকতে হবে। সঙ্গে এই ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরিপ্রার্থীর।


CHIEF TECHNOLOGY OFFICER (CTO) – 01
এই ক্ষেত্রে M.Tech উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে। সঙ্গে এই ক্ষেত্রে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।


CHIEF FINANCE OFFICER (CFO) – 01
C.A ছাড়াও এই পদের জন্য লাগবে ১৫ বছরের এই ক্ষেত্রে অভিজ্ঞতা।


SENIOR SOFTWARE PERSONNEL – 02
MCA/ B.Tech/ M.Tech ছাড়াও ৫ বছরের অভিজ্ঞতা লাগবে এই সম্পর্কিত ক্ষেত্রে।


RECONCILIATION PERSONNEL – 02
B.Com/ BBA ছাড়াও এই ফিল্ডে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যিক।


HELP DESK PERSONNEL – 02
এই পদের জন্য চাকরিপ্রার্থীকে স্নাতক উত্তীর্ণ ছাড়াও ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই ক্ষেত্রে।


WBPARD Recruitment 2021: বয়স সীমা
এই পদের জন্য চাকরিপ্রার্থীর বয়স ৫৫ বছরের মধ্যে হতে হবে।


WBPARD Recruitment 2021: প্রার্থী বাছাই ও আবেদন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠাবে কর্তৃপক্ষ। ইন্টারভিউয়ের স্থান ও সময় অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে অনলাইনে যোগ্যতার প্রামাণ্য নথি দিয়ে পাঠাতে হবে আবেদনপত্র।


website of West Bengal Personnel & Administrative Reforms Department — https://www.bsk.wb.gov.in 


Job list for this week: SBI-TCS ছাড়াও আরও চাকরির সুযোগ, এই সপ্তাহেই আবেদনের শেষ তারিখ 


South Central Railway Jobs : রেলে চাকরির বিজ্ঞপ্তি জারি, এই যোগ্যতা আছে কি ?


Education Loan Information:

Calculate Education Loan EMI