SBI Customer Alert: ভুল করেও এই ভুল নয়। একবার ব্যাঙ্কের তথ্য অন্যের হাতে গেলে মারাত্মক ক্ষতি হবে আপনার। গ্রাহকদের বিপদ বুঝতে পেরে আগেই এই বিষয়ে সতর্ক করল State Bank Of India। জানেন কী বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ? 


State Bank Of India: সাইবার জালিয়াতি রুখতে নতুন পদক্ষেপ
ভারতে ডিজিটালাইজেশন আসার পর থেকে বদলে গিয়েছে পরিস্থিতি। দ্রুত বৃদ্ধি পেয়েছে অনলাইনে টাকার লেনদেন। এই পরিস্থিতিতে মানুষ আজকাল ডিজিটাল পদ্ধতির মাধ্যমেই বেশিরভাগ কাজ করতে শুরু করেছে। সেই কারণে গত কয়েক বছরে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ইত্যাদির ব্যবহার খুব দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে। এখন প্রতিটি অনলাইন লেনদেনের জন্য ওটিপি প্রয়োজন। সম্প্রতি সাইবার জালিয়াতি রুখতে টাকা তোলার ক্ষেত্রে ওটিপি পরিষেবা শুরু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সাইবার জালিয়াতি থেকে মানুষকে নিরাপদ রাখতে ওটিপি ভিত্তিক এটিএম লেনদেনের সুবিধা শুরু করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


SBI Alert: এই তথ্য জানালেই টাকা গায়েব
দেশে অনলাইনে টাকার লেনদেন বৃদ্ধি পাওয়ার পর বেশকিছু সাইবার প্রতারণার ঘটনা সামনে এসেছে। যেখানে মানুষ সাইবার অপরাধীদের ফাঁদে পা দিয়েছে। সবথেকে বড় বিষয়, নিজেদের ওটিপি সম্পর্কিত তথ্য শেয়ার করার মাশুল গুণতে হয়েছে ব্যাঙ্কের গ্রাহকদের। এই ওটিপি নিয়ে কোটি কোটি টাকার প্রতারণা করেছে সাইবার অপরাধীরা। যা নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে স্টেট ব্যাঙ্ক।


SBI Customer Alert: ট্যুইটে কী বলেছে স্টেট ব্যাঙ্ক ?
সম্প্রতি দেশের বৃহত্তম ব্যাঙ্ক গ্রাহকদের ওটিপি জালিয়াতি সম্পর্কে সতর্ক করেছে। OTP শেয়ার করলে গ্রাহকরা কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন সেই বিষয়ে জানানো হয়েছে তাদের। ব্যাঙ্ক বলেছে, কোনওভাবেই আপনার ব্যক্তিগত তথ্য ও ওটিপি কারও সঙ্গে শেয়ার করবেন না। 


State Bank Of India: OTP শেয়ার করলেই প্রতারণার মুখে


আজকাল যেকোনও ধরনের অনলাইন লেনদেনের জন্য ওটিপি প্রয়োজন। অনেক ক্ষেত্রে কেওয়াইসির নামে আপনার আধার কার্ড, প্যান নম্বর চায় জালিয়াতরা। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, এই ধরনের তথ্য ফোন করে কখনোই জানতে চায় না SBI। তাই ভুল করেও এদেরকে ব্যাঙ্কের বিবরণ দেবেন না। নিজের অ্যাকাউন্ট নিরাপদ রাখতে শেয়ার করবেন না ওটিপি।


আরও পড়ুন : Indian Railways: ট্রেনে এই জিনিসগুলি নিয়ে উঠলেই জরিমানা, হতে পারে জেল