SBI FD Rates Hiked: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৪৪ কোটি অ্যাকাউন্ট হোল্ডারের জন্য সুখবর। ফের একবার ফিক্সড ডিপোজটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক (SBI)। ১৩ অগাস্ট থেকে নতুন হার কার্যকর করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ২ কোটি টাকার নিচে FD-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক। বিভিন্ন মেয়াদের FD-তে ব্যাঙ্ক ১৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে স্টেট ব্যাঙ্ক।

FD Rate Hike: কী বলছে স্টেট ব্যাঙ্ক ?গ্রাহকদের ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-তে 2.90% থেকে 5.65% পর্যন্ত সুদের হার অফার করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া৷ পাশাপাশি প্রবীণ নাগরিকদের 3.40% থেকে 6.45% পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাঙ্ক। আপনি যদি ব্যাঙ্কে FD করার কথাও ভাবেন, তাহলে দেখে নিন কত দিনের মেয়াদে কত টাকা দিচ্ছে ব্যাঙ্ক।

SBI FD Rates Hiked: স্টেট ব্যাঙ্কের স্থায়ী আমানতে সুদের হার(২ কোটির কম ডিপোজিট স্কিম)

7 থেকে 45 দিনের FD - 2.90%

46 থেকে 179 দিনের FD - 3.90%

180 দিন থেকে 210 দিন FD - 4.55%

211 দিন থেকে 1 বছরের কম -4.60%

1 থেকে 2 বছর - 5.45%

2 থেকে 3 বছর -5.60%

3 থেকে 5 বছর -5.60%

5 থেকে 10 বছর - 5.65%

প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার - (2 কোটির কম)

7 থেকে 45 দিনের FD - 3.40%

46 থেকে 179 দিনের FD - 4.40%

180 দিন থেকে 210 দিন FD-5.05%

211 দিন থেকে 1 বছরের কম-5.10%

1 থেকে 2 বছর - 5.95%

2 থেকে 3 বছর - 6.00%

3 থেকে 5 বছর -6.10%

5 থেকে 10 বছর - 6.45%

RBI-এর নতুন রেপো রেটের পরই সিদ্ধান্তসম্প্রতি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।RBI-এর রেপো রেট বৃদ্ধির পর অনেক ব্যাঙ্ক তাদের FD ও সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের সুদের হার গত কয়েক দিনে বাড়িয়েছে। RBI রেপো রেট 0.50 শতাংশ বৃদ্ধির পরে রেপো রেট বর্তমানে 5.40 শতাংশে এসে দাঁড়িয়েছে। এর আগে মে ও জুন মাসেও রেপো রেট বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। তারপর থেকে, অনেক ব্যাঙ্ক ক্রমাগত তাদের FD হার বৃদ্ধি করেছে। দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে RBI। সম্প্রতি, অ্যাক্সিস ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্কগুলি তাদের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে।

আরও পড়ুন :Fixed Deposit Interest: এই ফিক্সড ডিপোজিটে ৮.৭৫ শতাংশ রিটার্ন, পোস্ট অফিসের থেকেও বেশি সুদ