SBI FD Interest Rates: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়াতেই এবার স্থায়ী আমানতে (Fixed Deposit) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে ১০ মে থেকে কার্যকর হয়েছে নতুন সুদের হার।


SBI Update: কত টাকার ওপর বাড়ল সুদ ?
স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে, বিভিন্ন স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্ক।ইন্টারেস্ট আপডেট অনুসারে, ভারতের সর্ববৃহৎ পাবলিক সেক্টর ব্যাঙ্ক 2 কোটি টাকা বা তার বেশি আমানতের ওপর সুদের হার বাড়িয়েছে। নতুন হারগুলি মঙ্গলবার, 10 মে থেকে কার্যকর হয়েছে৷ তবে 7 থেকে 45 দিনের জন্য স্বল্পমেয়াদী স্থায়ী আমানতের (SBI FD) ওপর সুদের হার বাড়ানো হয়নি৷


SBI FD Interest Rates: কোন মেয়াদে কত সুদ ? 
নতুন সুদের হার অনুসারে 46 দিন থেকে 149 দিনের মেয়াদের FD গুলিতে 50 বেসিস পয়েন্ট বেশি রিটার্ন দেবে ব্যাঙ্ক। পাশাপাশি এক বছরের বেশি ও 2 বছরের কম আমানতের জন্য সুদ 40 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। সেখানে 2 থেকে 3 বছরের মধ্যে ম্যাচুরিটি আমানতের জন্য সুদের হার 65 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। 


SBI Update: কারা পাবেন বেশি সুবিধা ?
তবে এই সুদ বৃদ্ধির সবথেকে বেশি সুবিধা পাওয়া যাবে 3 থেকে 5 বছর ও 5 থেকে 10 বছরের FD-গুলিতে। এই মেয়াদের ক্ষেত্রে সুদের হার আরও বেশি দিচ্ছে ব্যাঙ্ক। আগে এই নির্দিষ্ট মেয়াদে 3.6 শতাংশ সুদ পেতেন গ্রাহকরা। এবার সেই সুদের হার বাড়িয়ে 4.5 শতাংশ করা হয়েছে।গত সপ্তাহেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) রেপো রেট 40 বেসিস পয়েন্ট বাড়িয়ে 4.4 শতাংশে বাড়িয়ে দেয়। এরপরই বেশ কয়েকটি ব্যাঙ্ক তাদের সুদের হার বাড়িয়ে দেয়। দেশের ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।


SBI FD Interest Rates: জেনে নিন নতুন সুদের হার


7 থেকে 45 দিন 3 শতাংশ


46 থেকে 179 দিন 3.5 শতাংশ


180 দিন থেকে 210 দিন 3.5 শতাংশ


211 দিন থেকে 1 বছর 3.75 শতাংশ


1 বছর থেকে 2 বছর 4 শতাংশ


2 বছর থেকে 3 বছর 4.25 শতাংশ


3 বছর থেকে 5 বছর 4.5 শতাংশ


5 বছর থেকে 10 বছর 4.5 শতাংশ


তবে প্রবীণ নাগরিকদের জন্য SBI FD সুদের হার সাধারণের থেকে 50 বেসিস পয়েন্ট বেশি রেখেছে।


আরও পড়ুন : EPFO Update: ইউএএন নম্বর ভুলে গেছেন ? এই সহজ উপায়ে অনলাইনে জানুন আপনার গোপন তথ্য