Share Market Update: টানা চার দিন পতন জারি আমেরিকার বাজারে। ফের পড়ল ডাও জোনস। মার্কিন মুলুকে মূল্যবৃদ্ধির তথ্য সামনে আসার আগেই ভারী বিক্রি জারি ন্যাসড্যাক ও এস অ্যান্ড পি ৫০০-তে। ফলে খোলার আগেই আজ গ্যাপ ডাউনের ভয়ে কাঁপছে ভারতের বাজার।
Stock Market Update: কেন ভয় বাড়ছে ?
গতকালেই দিনের চার্টে ইনভারটেড হ্যামার তৈরি করেছে নিফটি। যাকে নেগেটিভ ক্যান্ডেল হিসাবেই দেখছে বাজার। সেই কারণে আজ আরও নিচে বাজার যাওয়াটাই স্বাভাবিক বলে মনে করছে বাজার বিশেষজ্ঞরা। সেই ক্ষেত্রে গ্যাপ ডাউন ওপেনিংয়ের জন্য প্রস্তুত বিনিয়োগকারীরা। ইতিমধ্যেই বাজার থেকে সরতে শুরু করেছে FII-রা। যার মারাত্মক প্রভাব পড়ছে বাজারে। আমেরিকায় সুদ বৃদ্ধির কারণে ভারতের বাজার থেকে সরছে প্রাতিষ্ঠানিক ইনভেস্টাররা।
Share Market Update: কোথায় সাপোর্ট নিতে পারে নিফটি ?
পিভট চার্ট বলছে, নিফটির জন্য মূল সাপোর্ট পয়েন্ট 16,157 এ রাখা হয়েছে। তারপরে 16,073-এ মজবুত সাপোর্ট রয়েছে নিফটির। যদি সূচক উপরে চলে যায়, তাহলে লক্ষ্য রাখতে হবে মূল রোজিস্ট্যান্সের স্তরগুলি 16,364 ও 16,488৷ এই অনুযায়ী আজ পুরো চলতে পারে বাজার।
Stock Market Update: গতকাল কোথায় থেমেছে মার্কেট ?
মঙ্গলবার ১৬৪০০ ছুঁয়েও ১৬,২৪০.০৫-এ থেমেছে নিফটির দৌড়। সকাল থেকেই সেভাবে ওঠানামা দেখা যায়নি নিফটি ও সেনসেক্সের সূচকে। প্রথম একঘণ্টা ২০ পয়েন্ট আপ-ডাউন হয়েছে নিফটি। খুব একটা বেশি পার্থক্য ছিল না সেনসেক্সেও। পরে অবশ্য বাজারে দম দেখায় বুলসরা। দুপুরে একটা সময় ১৬৪০০ পয়েন্টে উঠে যায় নিফটি। শেষে অবশ্য ৩৮ পয়েন্ট ডাউনে বন্ধ হয় নিফটি। সেনসেক্স বন্ধ হয় ৫৪,৩৬৪.৫৫-তে।
আরও পড়ুন : Salary Cut: বেতন কাটা গেছে এই কারণে, কীভাবে টাকা ফেরত পাবেন জানেন ?