India Post Payments Bank Recruitment 2022: ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক (IPPB, India Post Payments Bank) গ্রামীণ ডাক সেবক পদের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে অফিশিয়াল সাইটে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।

IPPB Recruitment 2022: মোট এই পদগুলিতে হবে নিয়োগএই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশে IPPB ব্যাঙ্কের শাখায় শূন্য পদ পূরণ করা হবে। 10 মে 2022 থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে অফিশিয়াল ওয়েবসাইট ippbonline.com-এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করার শেষ তারিখ হল 20 মে 2022। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজ্যে মোট 650টি পদ পূরণ করা হবে। যাদের বিভিন্ন রাজ্য অনুযায়ী নিয়োগ করা হবে।

IPPB Recruitment 2022: গুরুত্বপূর্ণ তারিখঅনলাইন আবেদনের শুরুর তারিখ - 10 মে 2022

অনলাইন আবেদনের শেষ তারিখ 20 মে 2022

আবেদন ফি জমা দেওয়ার তারিখ - 10 মে থেকে 20 মে 2022

পরীক্ষার তারিখ- জুন 2022

পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রদানের তারিখ - আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার 10 দিনের মধ্যে

IPPB Recruitment 2022: বেতন কাঠামোএই পদগুলিতে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে 30000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

IPPB Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের ক্ষেত্রে স্নাতক পাশা হতে হবে চাকরিপ্রার্থীদের। এছাড়াও প্রার্থীদের কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, আমরা যদি পদগুলির জন্য বয়সসীমার কথা বলি, তবে এটি 20 থেকে 35 বছর নির্ধারণ করা হয়েছে।

IPPB Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে এই পদগুলিতে নির্বাচিত করা হবে।প্রার্থীদের আরও বিস্তারিত জানার জন্য অফিশিয়াল ওয়েবসাইট  ippbonline.com -এ গিয়ে প্রথমে সম্পূর্ণ বিবরণ পড়ে নিতে হবে।

আরও পড়ুন : Indian Army Jobs: ভারতীয় সেনাবাহিনীতে নিয়োগের বিজ্ঞপ্তি, এই পদগুলিতে হবে নিয়োগ

 


Education Loan Information:

Calculate Education Loan EMI