SBI Update: এবার থেকে ব্যাঙ্কে বা অন্য অ্যাপে যেতে হবে না। স্টেট ব্যাঙ্কের (SBI) পরিষেবা পাওয়া যাবে হোয়াটসঅ্যাপেই(Whatsapp)। সম্প্রতি ব্যাঙ্কের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে এই বিষয়ে ট্যুইট করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।


SBI On Whatsapp: ট্যুইটে কী বলেছে স্টেট ব্যাঙ্ক ?
ব্যাঙ্ক জানিয়েছে, এবার থেকে হোয়াটসঅ্যাপে স্টেট ব্যাঙ্কের পরিষেবা পাওয়া যাবে। চাইলেই আপনি ব্যালেন্স চেক ও মিনি স্টেটমেন্ট পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপে। সেই ক্ষেত্রে ৯০২২৬৯০২২৬ নম্বরে 'Hi'লিখে পাঠাতে হবে গ্রাহককে। ব্যাঙ্কের পরিষেবা পেতে মেনে চলতে হবে নির্দিষ্ট নিয়ম। তবে এই প্রথমবার নয়। গ্রাহকদের সুবিধার্থে প্রায়শই উদ্যোগ নিয়ে থাকে স্টেট ব্যাঙ্ক। এবার তাদের সেই উদ্যোগেরই ফসল হোয়াটসঅ্যাপ পরিষেবা। এ ছাড়াও সম্প্রতি ঘরে বসেই বিশাল অঙ্কের ব্যক্তিগত লোন পাওয়ার সুযোগ দিচ্ছে SBI। নিচে সেই সম্পর্কে বিস্তারিত দেওয়া হল।  


SBI Real Time Xpress Credit: কীসের মাধ্যমে পাবেন এই সুবিধা ?


ক্রমবর্ধমান ডিজিটালাইজেশনের এই যুগে ব্যাঙ্কিং ব্যবস্থা আরও বেশি করে অনলাইন করা হচ্ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের জন্য ঘরে বসে ব্যক্তিগত ঋণ (Personal Loan) পাওয়ার সুবিধাও শুরু করেছে SBI। এর নাম 'রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট'।এই সুবিধার মাধ্যমে গ্রাহকরা কয়েকটি সহজ ধাপ অতিক্রম করলেই ৩৫ লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ পেতে পারেন। আপনি স্টেট ব্যাঙ্কের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ অর্থাৎ YONO অ্যাপের মাধ্যমে এই রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট সুবিধা পেতে পারেন।



SBI Yono App: এঁরা পাবেন 'রিয়েল টাইম এক্সপ্রেস ক্রেডিট'-এর সুবিধা
মনে রাখবেন, প্রতিটি গ্রাহক SBI-এর এই সুবিধার সুবিধা নিতে পারবেন না। কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী ও প্রতিরক্ষা ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা এই সুবিধা নিতে পারবেন। 


SBI New Facility: কী কী লাগবে এই টাকা পেতে ?
স্টেট ব্যাঙ্কের এই সুবিধা নিতে আপনাকে আয়ের শংসাপত্র, আইটিআই ফর্ম, প্যান কার্ড, আধার কার্ডের মতো আপনার সব নথি জমা দিতে হবে। পরে এই নথি যাচাইয়ের পরই আপনি স্টেট ব্যাঙ্কের ঋণ পাবেন। তবে ঋণ দেওয়ার আগে আপনার CIBIL স্কোরও পরীক্ষা করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।



আরও পড়ুন : SBI FD Rates: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল স্টেট ব্যাঙ্ক, জেনে নিন নতুন রেট