Provident Fund Complaint: চেষ্টা করেও কাজ হচ্ছে না। EPFO থেকে টাকা তোলা, EPF অ্যাকাউন্ট ট্রান্সফার ছাড়াও KYC সম্পর্কিত কাজে পড়তে হচ্ছে সমস্যার মুখে। অ্যাকাউন্ট হোল্ডারের এই সমস্যার কথা মাথায় রেখে অভিযোগের সুযোগ দিচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)।


EPFO Complaint: কীভাবে অভিযোগ করবেন ?
১ অনলাইন পোর্টাল epfigms.gov.in-এ গিয়ে আপনার অভিযোগ নথিভুক্ত করুন।


২ এছাড়াও আপনি টোল ফ্রি নম্বর 1800-118-005-এ গিয়ে অভিযোগ জমা দিতে পারেন।


Provident Fund Complaint: অনলাইনে কীভাবে অভিযোগ জানাবেন দেখে নিন এখানে 


১ প্রথমে epfigms.gov.in পোর্টালে যান। 
২ এবার অভিযোগ নথিভুক্ত করতে 'Register Grievance'-এ ক্লিক করুন।


৩ EPFO ডেটাবেসে আপনার রেজিস্টার মোবাইল নম্বর ও ইমেল আইডিতে OTP পাঠানো হবে। তাই এটি আপনার কাছে রাখুন।


৪ এবার ব্যক্তিগত বিবরণে প্রবেশ করার পরে, যে পিএফ নম্বরে অভিযোগ দায়ের করা হবে তাতে ক্লিক করুন।


৫ অভিযোগ বিভাগ নির্বাচন করুন ও আপনার অভিযোগের বিশদ বিবরণ দিন।


৬ অভিযোগের রেজিস্টার নম্বরটি আপনার রেজিস্টার ইমেল ও মোবাইল নম্বরে পাঠানো হবে।


৭ এবার epfigms.gov.in-এ ভিউ স্ট্যাটাস বিকল্পে মোবাইল নম্বর ও ইমেল আইডি দিলে  অভিযোগের স্ট্যাটাস দেখা যাবে।


৮ এছাড়াও আপনি EPFO-র টুইটার হ্যান্ডেল @socialepfo-এ অভিযোগ বা কোনও তথ্যও রাখতে পারেন।


EPFO To Increase Investment: সূত্রের খবর, সম্প্রতি EPF-এ সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যার পরেই সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। সরকারি-বেসরকারি ব্যাঙ্কে সুদের হার বৃদ্ধির সময় কীভাবে সরকারি জায়গায় সুদের হার কমানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলে তারা। যদিও এই হার এবার বৃদ্ধি হতে পারে। শীঘ্রই শেয়ার বাজারে তাদের বিনিয়োগের পরিমাণ বাড়াতে পারে EPFO ​​বোর্ড। যার ফলে আরও বেশি রিটার্ন পেতে পারেন বিনিয়োগকারীরা। 


 



EPFO New Update: ইপিএফ-এ পেতে পারেন আরও বেশি সুদ, শীঘ্রই বড় সিদ্ধান্ত !