ITR Filling: করদাতাদের জন্য দারুণ খবর। কর ব্যবস্থায় থাকবে আরও কর (Income Tax) ছাড়ের সুযোগ। করদাতাদের আস্থা অর্জন করতে আয়করের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। নতুন আয়কর ব্যবস্থায় শর্ত সাপেক্ষে কিছু কর ছাড় দেওয়া হতে পারে। সেখানে করদাতাদের জন্যই থাকবে বিকল্পের সুযোগ। 


Income Tax New Rules: নতুন কর ব্যবস্থায় করদাতাদের অসন্তোষ


নতুন আয়কর ব্যবস্থায় করের হার কম হলেও তা নিয়ে অসন্তোষ রয়েছে করদাতাদের মধ্যে। মূলত, হোম লোনের মূলধন, সুদ বা সেভিংসের ওপর স্ট্যান্ডার্ড ডিডাকশন না পাওয়ার কারণে তৈরি হয়েছে এই ক্ষোভ। সেই কারণে নতুন সিস্টেমে করদাতাদের আগ্রহ কমেছে। পরিসংখ্যান বলছে , ২০২১-২২ অর্থবর্ষে ৫.৮৯ কোটি করদাতা আয়কর রিটার্ন দাখিল করেছেন, যার ৫ শতাংশেরও কম করদাতা নতুন ব্যবস্থার অধীনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। এই পরিস্থিতিতে নতুন আয়কর ব্যবস্থাকে আরও বেশ আকর্ষণীয় করার কথা ভাবছে সরকার।


ITR Filling: ২০২০ সালে নতুন কর ব্যবস্থা


২০২০ সালে কেন্দ্রীয় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আয়কর স্ল্যাবের একটি নতুন স্তর ঘোষণা করেছিলেন৷ নতুন ট্যাক্স স্ল্যাব সিস্টেম অনুসারে, কোনও করদাতা কর ছাড়ের বেশি সুবিধা নিতে চাইলে নতুন ট্যাক্স স্ল্যাব সিস্টেম বিকল্প বেছে নিতে পারেন।


Income Tax Rules: পুরানো কর ব্যবস্থায় বিনিয়োগের উপর কর ছাড়ের সুবিধা


করদাতারা এমনিতেই আয়কর স্ল্যাবের পুরানো ব্যবস্থায় অনেক ধরনের কর ছাড়ের সুবিধা নিতে পারেন। বিমা, ELSS, প্রভিডেন্ট ফান্ড, PPF ও আয়করের ধারা 80C-এর অধীনে শিশুদের টিউশন ফি-সহ হোম লোনের মূলধন আপনি (হোম লোন প্রিন্সিপাল) এ ট্যাক্স বেনিফিট সুবিধা নিতে পারেন। এছাড়াও ২ লক্ষ টাকা পর্যন্ত হোম লোনের সুদের পরিমাণের উপর কর ছাড়ের বিধান রয়েছে। ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশনও পাওয়া যায় এখানে।


Income Tax Update: ২০২১-২২ সালের আর্থিক রিটার্ন জমা দেওয়ার তারিখ চলে গিয়েছে আগেই। আয়কর বিভাগের  পরিসংখ্যান বলছে, ৩১ জুলাইয়ের মধ্যে দেশে ৫.৮৩ কোটি মানুষ ITR ফাইল করেছেন। যার মধ্যে অনেকেই আইটিআর রিফান্ড স্ট্যাটাস জেনে গেছেন। যদিও রিফান্ড পাননি অনেকেই। আপনিও যদি এখনও টাকা ফেরত না পেয়ে থাকেন, তাহলে আয়কর রিফান্ড স্ট্যাটাস পরীক্ষা করতে NSDL-এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে পারেন।


ITR Refund: কখন ফেরত পাওয়া যাবে টাকা ?
আয়কর দফতরের নিয়ম অনুসারে, আইটিআর ফাইল করার দশ দিন পরে করদাতারা তাদের রিফান্ড স্ট্যাটাস জানতে পারেন। আইটিআর ই-ফাইলিং করার পরে করদাতা ২০ থেকে ৬০ দিনের মধ্যে তা ফেরত পান। এর মাঝে আপনাকে আয়কর বিভাগের ই-মেইল চেক করতে হবে। আপনি যদি আইটিআর ফাইল করার পরে অনলাইনে আপনার অর্থ ফেরতের স্থিতি পরীক্ষা করতে চান, তবে জেনে নিন পদ্ধতি। 


আরও পড়ুন : ITR Refund: রিটার্ন দাখিল করলেও টাকা রিফান্ড এসেছে কি ? এইভাবে দেখে নিন রিফান্ডের স্ট্যাটাস