Jio vs Airtel vs Vi : সময়মতো ব্যবস্থা না নিলে আপনার সঙ্গেও হতে পারে এই সমস্যা। দীর্ঘদিন রিচার্জ (Mobile Recharge Plans) না করলে বন্ধ হয়ে যেতে পারে আপনার সিম (SIM Card)। এই নিয়ে রয়েছে নির্দিষ্ট নিয়ম। আপনি জিও (Jio), এয়ারটেল (Airtel), ভি (Vi) গ্রাহক হলে আপনার জন্য এই তথ্য় খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
বেড়েই চলেছে মোবাইল রিচার্জের দামগত বছর জুলাইতে বেড়েছে মোবাইল রিচার্জের দাম। আম আদমির কথা ভেবে কেবল ভয়েজ কল রিচার্জের ব্যবস্থা করতে বলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। যদিও এই নিয়ম করেও সমস্যা কমেনি ব্যবহারকারীদের। একটার পরিবর্তে এখন দুটো সিম রাখছেন অনেকেই। মূলত, রিচার্জের দামের তারতম্য ও ভাল নেটওয়ার্ক পাওয়ার আশায় এই কাজ করছেন গ্রাহকরা। যে কারণে কোম্পানিগুলিও তাদের কিছু সময় রিচার্জ না করলেও ইনকামিং কল ও মেসেজের সুবিধা দিচ্ছেন।
কতদিন পর সিম ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়আপনি যদি টানা ৯০ দিন সিম ব্যবহার না করেন, তবে আপনার সিম কার্ড ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। Jio, Airtel, Vi সব বড় টেলিকম কোম্পানির গ্রাহকদের জন্য়ই এই নিয়ম প্রযোজ্য।
ব্যালেন্স থাকলে কীভাবে ভ্য়ালিডিটি বাড়ানো হয় নিয়ম বলছে, যদি ৯০ দিন পরেও আপনার অ্যাকাউন্টে ২০ টাকার বেশি ব্যালেন্স থাকে, তাহলে টেলিকম কোম্পানিগুলি অটোমেটিক্যালি ২০ টাকা কেটে নেয়। তবে সেই ক্ষেত্রে আপনার অব্যবহারের সময়কাল আরও ৩০ দিন বাড়িয়ে দেয়। এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স ২০ টাকার কম হয়। তবে ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনার নম্বরটি নিষ্ক্রিয় হয়ে যাবে।
কীভাবে ডিঅ্যাক্টিভেটেড নম্বর অ্যাক্টিভ করবেন ?মনে রাখবেন, যদি আপনার মোবাইলের সিম নিষ্ক্রিয় করা হয়, তাহলে এটি পুনরায় সক্রিয় করতে ১৫ দিন সময় হাতে থাকে। এই সময়ের মধ্যে ২০ টাকা ফি দিয়ে নম্বরটি পুনরায় সক্রিয় করা যেতে পারে। যদি আপনি এটি না করেন, তাহলে আপনার নম্বরটি ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। সেই ক্ষেত্রে আপনি আর ওই নম্বর ব্যবহার করতে পারবেন না।
কী করতে হবে আপনাকেজিও, এয়ারটেল ও ভিআই ব্যবহারকারীরা রিচার্জ না করেও প্রায় ৯০ দিন ধরে ইনকামিং কল ও মেসেজ উপভোগ করতে পারবেন। কিন্তু এই সময়ের মধ্যে কোনও আউটগোয়িং কল, ডেটা বা এসএমএস ব্যবহার করা যাবে না। আপনি যদি আপনার সেকেন্ডারি সিমটি দীর্ঘ সময়ের জন্য সক্রিয় রাখতে চান, তাহলে সময়ে সময়ে এটি ব্যবহার করা বা ন্যূনতম ব্যালেন্স বজায় রাখা প্রয়োজন।