Bank Fraud: সুবিধা হয়ে উঠেছে আজ অসুবিধার কারণ।  ডিজিটালাইজেশনের যুগে দ্রুত বৃদ্ধি পাচ্ছে জালিয়াতির ঘটনা। ভারত-সহ সারা বিশ্বে হ্যাকিংয়ের ঘটনায় কোটি-কোটি টাকা তছরূপ হচ্ছে। এই পরিস্থিতিতে দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের সতর্ক করেছে। ব্যাঙ্কের তরফে বলা হয়েছে,নেট ব্যাঙ্কিংয়ের জন্য পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখা উচিত। আপনিও যদি 'SBI অনলাইন' ব্যবহার করেন,জেনে নিন শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার সহজ উপায়।

State Bank of India Alert: এইভাবে SBI অনলাইনের শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুনআজকাল, অ্যাকাউন্ট খোলার পাশাপাশি সব ব্যাঙ্ক অ্যাকাউন্টহোল্ডার নেট ব্যাঙ্কিং ও মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা দিয়ে থাকে। আপনিও যদি নেট ব্যাঙ্কিং ব্যবহার করেন, তাহলে আপনার শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে এই বিষয়গুলির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। 

State Bank of India Alert:  কীভাবে  শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করবেন

1. পাসওয়ার্ড তৈরি করার সময় ইংরেজি অভিধান ব্যবহার করা এড়িয়ে চলুন।2. পাসওয়ার্ডে আপনার নাম,পরিবারের সদস্যদের নাম, গাড়ির নম্বর, জন্ম তারিখের মতো বিবরণ ব্যবহার করা এড়িয়ে চলুন।3. কিছু সময় পর-পর পাসওয়ার্ড পরিবর্তন করা প্রয়োজন।4. যেখানে সেখানে পাসওয়ার্ড লেখা এড়িয়ে চলুন।5. ফোনে যদি কেউ নিজেকে SBI-এর প্রতিনিধি বলে দাবি করে,সেই ক্ষেত্রেও আপনার ব্যক্তিগত বিবরণ দেবেন না। 

Bank Fraud: আপনার পাসওয়ার্ড ভুলে গেলে কীভাবে পুনরুদ্ধার করবেনঅনেক সময় অ্য়াকাউন্ট হোল্ডার তাদের পাসওয়ার্ড ভুলে যায়। আপনার ক্ষেত্রেও যদি এমন হয়ে থাকে, তাহলে চিন্তা করার দরকার নেই।আপনি পাসওয়ার্ড পুনরুদ্ধারের সুবিধা পাবেন।আপনি SBI-এর নেট ব্যাঙ্কিং সাইটে যান ও 'Password Forgot'-এ ক্লিক করুন।এর পরে আপনাকে চাওয়া তথ্য পূরণ করতে হবে।এই পর্বে ব্যাঙ্ক ১০ কার্যদিবসের মধ্যে আপনার রেজিস্টার্ড ঠিকানায় লিঙ্কটি পাঠায়। এতে ক্লিক করলেই আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন।আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

Hacker Attack: পাসওয়ার্ড বদল করতে থাকুনআপনি যখনই ইন্টারনেটে কোনও ওয়েবসাইট বা অন্য জায়গায় লগ-ইন করেন, আপনার লগ-ইন বিবরণ প্রয়োজন হয়। সর্বদা আপনার লগ-ইন বিবরণ শক্তিশালী করুন। এর অর্থ  আপনার পাসওয়ার্ড এমন হওয়া উচিত যাতে হ্যাকাররা ভুল করেও এটি ক্র্যাক করতে না পারে। এই কাজ করলে পাসওয়ার্ড অনুমান করা হ্যাকারদের পক্ষে কঠিন হবে। প্রকৃতপক্ষে, অনেক লোক জন্ম তারিখ দিয়ে তাদের পাসওয়ার্ড তৈরি করে, যা হ্যাকারদের পক্ষে পাসওয়ার্ড ক্র্যাক করা সহজ করে তোলে। তাই সর্বদা এমন একটি পাসওয়ার্ড বেছে নিন, যা সবচেয়ে অনন্য। আপনি চাইলে গুগল পাসওয়ার্ড ম্যানেজারের সাহায্যে নিজের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড বেছে নিতে পারেন।

RBI Note Ban: টাকার ওপর লেখা থাকলেই বাতিল হবে নোট ! কী বলেছে রিজার্ভ ব্যাঙ্ক