Railway Rules: রেলে নিশ্চিত টিকিট না পেয়ে অনেক সময় হতাশ হতে হয় যাত্রীকে। সেই ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটার রয়েছে কিছু পদ্ধতি। একবার টিকিট কমফার্ম না হলে টাকা ফেরত পেতে পারেন এইভাবে।  


Railway Ticket Booking: দেশের লাইফলাইন রেল
দিনে লক্ষ লক্ষ যাত্রী রেলে যাতায়াত করেন। তাই ভারতীয় রেলওয়েকে দেশের লাইফলাইন বলা হয়। প্রতিদিন কয়েকশো ট্রেন পরিচালনা করে  যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেয় রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধাও দেয় ইন্ডিয়ান রেলওয়ে।


Railway Online Ticket Booking: ই-টিকিটের নিয়ম
বর্তমানে বেশিরভাগ রেলের যাত্রীই আইআরসিটিসির মাধ্যমে অনলাইনে টিকিট কাটেন। কখনও অতিরিক্ত ভিড় বা উত্সবের মরসুমের কারণে, ট্রেনে নিশ্চিত টিকিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। এই অবস্থায় টিকিট কনফার্ম হওয়ার আশায় ওয়েটিং টিকিট কেনেন অনেকেই।পরে অনেক ক্ষেত্রে সেই ই-টিকিট বাতিল হয়ে যায়।আপনি ওয়েটিং ই-টিকেটে ভ্রমণ করতে পারবেন না।কারণ রেলওয়ে টিকিট কনফার্ম না হলে অটোমেটিক তা বাতিল করে দেয়।


Indian Railway Rules: কোন সময় নিশ্চিত হবে টিকিট
যদি আপনার টিকিট ওয়েটিং থেকে RAC (Reservation Against Cancellation) পরিবর্তিত হয়, তবে সেক্ষেত্রে আপনার টিকিট বৈধ হয়ে যাবে। আপনি ট্রেনে ভ্রমণ করতে পারবেন। এছাড়াও, চাইলে সেই টিকিট বাতিল করতে পারবেন যাত্রী। তবে RAC টিকিট বাতিল করার জন্য নামমাত্র ফি দিতে হবে যাত্রীকে।


Railway Ticket Booking: অপেক্ষারত ই-টিকেটের টাকা ফেরত দেওয়া হয়


আইআরসিটিসি ওয়েবসাইটে দেওয়া বাতিলকরণের নিয়ম বলছে, যদি কোনও যাত্রীর ওয়েটিং ই-টিকিট নিশ্চিত না হয়, তবে রেল স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল করে দেয়। টিকিট নিশ্চিত না হলে, আপনি পরেও এটি বাতিল করতে পারেন। সেই ক্ষেত্রে টিকিট বুক করার সময় যে অ্যাকাউন্ট যে টাকা কেটে নেওয়া হয়েছিল, সেই অ্যাকাউন্টে তা ফেরত দেওয়া হয়। টিকিট বাতিলের ক্ষেত্রে বাতিল ফি না কেটে পুরো টাকা ফেরত দেওয়া হয়। টিকিট বুক করার সময় আপনার সুবিধার চার্জ ও লেনদেন চার্জ ফেরত দেওয়া হয় না।


আরও পড়ুন : Home Loan EMI: গৃহ ঋণ নিয়ে থাকলে পকেটে পড়বে টান, বছরে দিতে হবে এই টাকা