Indian Army Recruitment 2022: ভারতীয় সেনায় টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে চাকরিপ্রার্থীরা নির্দিষ্ট সময়েরে মধ্যে ইন্ডিয়ান আর্মির অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।


Indian Army Jobs: আবেদনের শেষ তারিখ
বর্তমানে Indian Army-তে 136th Technical Graduate Cource (TGC) পদে চাকরির সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে| চাকরিপ্রার্থীদের আগামী ১১ মে থেকে এই পদের জন্য আবেদন করতে হবে। এই পদে আবেদনের শেষ তারিখ ৯জুন ২০২২। চাকরিপ্রার্থীদের অবশ্যই এই দিনের মধ্যে আবেদন করতে হবে। 


Indian Army Recruitment 2022: শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স উত্তীর্ণ হতে হবে। ফাইনাল ইয়ারের ছাত্ররাও এই পদের জন্য আবেদন করতে পারেন।


Indian Army Jobs: আবেদনকারীর বয়সসীমা
এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১.১.২০২৩ -এর মধ্যে ২০-২৭ বছরের মধ্যে হতে হবে। 


Indian Army Recruitment 2022: আবেদনের ফি
এই ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে কোনও পরীক্ষার জন্য আবেদনের ফি দিতে হবে না। কেবল কোনও ভারতীয় নাগরিকই এই পদের জন্য আবেদন করতে পারবেন।


Indian Army Jobs: প্রার্থী বাছাইয়ের পদ্ধতি
একবার চাকরিপ্রার্থীদের সব আবেদনপত্র পাওয়ার পর PET, SSB Interview, Medical Test-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে ইন্ডিয়ান আর্মি।


উপযুক্ত শিক্ষাগত থাকলে ইন্ডিয়ান আর্মির অফিশিযাল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in -এ যোগাযোগ করতে পারবেন চাকরিপ্রার্থীরা।


 তবে এখানেই শেষ নয়। কয়েকদিন আগেই বর্ডার সিকিউরিটি ফোর্সে চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই ক্ষেত্রে কী করতে হবে নিচে দেওয়া অংশে জানুন। 


BSF Recruitment 2022: সেনাবাহিনীতে যোগ দিতে চাইলে এই সুবর্ণ সুযোগ। বর্ডার সিকিউরিটি ফোর্সে ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টর-সহ বিভিন্ন শূন্যপদে নিয়োগ চলছে। প্রার্থীরা এই নিয়োগের জন্য ৮ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। গত ২৫ এপ্রিল থেকে এই নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সেই ক্ষেত্রে প্রার্থীদের bsf.gov.in-এ বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিশিয়াল সাইটে গিয়ে আবেদন করতে হবে। 


BSF Jobs 2022: কোন পদে কত নিয়োগ ?


Sub Inspector (Work) - 57 posts.
Junior Engineer (Electrical) - 32 posts


Inspector (Architect) - 01 post


এই বিষয়ে বিশদে জানতে অফিশিযাল ওয়েবসাইটে যোগাযোগ করুন।


আরও পড়ুন : Indian Railway Jobs: পরীক্ষা ছাড়াই রেলে চাকরি, দশম শ্রেণি উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন


Education Loan Information:

Calculate Education Loan EMI