Aadhaar-PAN Link: প্যান কার্ডের (Pan Card) সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক বাধ্যতামূলক করেছে সরকার। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (CBDT) অনুসারে, আপনি এই লিঙ্ক করতে ব্যর্থ হলে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আপনার প্যান কার্ড। যার ফলে আর্থিক লেনদেন করতে সমস্যায় পড়তে হবে আপনাকে।
কোনও জরিমানা ছাড়াই দুটি লিঙ্ক করার সময়সীমা শেষ হয়ে গেলেও আপনি এখনও ১০০০ টাকা জরিমানা দিয়ে একই কাজ করতে পারেন।ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি লিমিটেড (NSDL) পোর্টালে চালান নম্বর ITNS 280 এর অধীনে এই টাকা জমা দেওয়া যেতে পারে।
PAN-Aadhaar Link: প্যান-আধার লিঙ্কিংয়ের দেরি বাবদ ফি এইভাবে জমা দিতে হবে
1: এই কার্ড দুটি লিঙ্ক করতে প্রথমে আয়কর (Income Tax) বিভাগের অফিশিয়াল ই-ফাইলিং ওয়েবসাইট দেখুন। যেখানে টাকা জমা দেওয়ার লিঙ্ক আসবে সেখানে ক্লিক করলেই এটি আপনাকে NSDL ওয়েবসাইটে নিয়ে যাবে।
2: এবার অপশনগুলির মধ্যে প্যান-আধার লিঙ্কের ফি জমা দিতে চালান নম্বর ITNS 280-এর অধীনে এগিয়ে যান।
3: সেখান থেকে tax applicable নির্বাচন করুন। এবার চালানে 0021 (Income Tax Other than Companies) ও 500 (Other Receipts) এর অধীনে টাকা জমা দিন।
4: পছন্দের পেমেন্ট মোড নির্বাচন করুন ও বিস্তারিত লিখুন।
6: এই পর্বে প্যান, ঠিকানা ও মূল্যায়ন বছর লিখুন
7: এবার ক্যাপচা লিখুন ও টাকা জমা দিন। এই অর্থ জমার জন্য আয়কর ই-ফাইলিং পোর্টালে প্রদর্শনের জন্য কিছু সময় লাগতে পারে। সুতরাং, আপনি যদি আধারের সাথে PAN লিঙ্ক করতে চান তবে টাকা জমা করার পরে কয়েক দিন অপেক্ষা করা উচিত।
Aadhaar-PAN Link: কেন প্যানের সঙ্গে আধার লিঙ্ক করা প্রয়োজন ?
প্যান কার্ড যদি আধারের সঙ্গে যুক্ত না হয়, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড, ডিম্যাট অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মতো কাজ করতে পারবেন না। কারণ এই সবের জন্য প্যান কার্ড প্রয়োজন। যদি আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক না করার কারণে প্যান কার্ড লক হয়ে থাকে, তাহলে আপনি প্যান কার্ড বাধ্যতামূলক এমন কোনও সুবিধা নিতে পারবেন না। অতএব, যদি আপনি এখনও প্যান ও আধার কার্ড লিঙ্ক না করে থাকেন, তাহলে শীঘ্রই এই কাজটি সম্পন্ন করুন।
আরও পড়ুন: Online Scam: ঋণ দেওয়ার নামে ফাঁদ পাতছে চিনা অ্যাপ, এই নামগুলি আছে তালিকায়