কলকাতা: সম্প্রতি একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, একের বেশি সিম বা ফোনের সংযোগ কারও নামে নথিভুক্ত থাকলে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা TRAI বিশেষ ফি নিতে পারে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে টেলিকম নিয়ামক সংস্থা। X হ্যান্ডেলে এই বিষয়টি ভিত্তিহীন এবং ভুয়ো বলে জানিয়েছে তারা। 


ওই পোস্টে বলা হয়েছে, কোনও ব্য়ক্তির একাধিক ফোন নম্বর অথবা একাধিক সিম (multiple sim) থাকলে TRAI সেই উপভোক্তার কাছ থেকে ফি (TRAI on extra fee) নেবে- এই দাবি সম্পূর্ণ ভুল। এই দাবির কোনও ভিত্তি নেই এবং সাধারণ নাগরিকদের বিভ্রান্ত করতে এই দাবি ছড়ানো হয়েছে। TRAI-এর তরফ থেকে এমন কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।


 






ভারতে (Mobile Connection in India) এখন ১২০ কোটির কমবেশি মোবাইল কানেকশন (Mobile Phone Connection in India) রয়েছে। এই সংখ্যা প্রতিদিনই বেড়ে চলেছে। এর ফলে নতুন ফোন নম্বরের একটি ভান্ডার তৈরির জন্য গত সপ্তাহে একটি কনসাল্টেশন পেপার প্রকাশ করে TRAI, সেখানে National Numberig Plan-কে নতুন করে সাজানোর কথা বলা হয়েছে। বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুযায়ী এর আগে ২০০৩ সালে টেলি যোগাযোগ মন্ত্রক (DoT) সামগ্রিকভাবে National Numberig Plan-কে ঢেলে সাজিয়েছিল নতুন ফোন নম্বরের ঊর্ধ্বগামী চাহিদা সামাল দিতে। ওই পরিকল্পনা ছিল মোটামুটি ৭৫০ মিলিয়ন ফোন কানেকশনের কথা মাথায় রেখে। 


ওই কনসাল্টেশন পেপারে (TRAI Consultation Paper) এই কাজে যারা যুক্ত- তাদের থেকে পরামর্শ চাওয়া হয়েছে একটি বিষয়ে। এবিপি লাইভের একটি প্রতিবেদন অনুযায়ী, Telecommunications Identifiers রিসোর্স যদি নির্দিষ্ট সময় পরেও অব্য়বহৃত অবস্থায় পড়ে থাকে তাহলে টেলিকম অপারেটরকে কীভাবে জরিমানা করা যায়, সেই বিষয়ে নানা পরামর্শ চাওয়া হয়েছে।     


Telecommunications Identifiers বিষয়টি কী?
এটি সংখ্যা বা Digit, ক্য়ারেক্টার, চিহ্ন বা Symbol-এর কম্বিনেশনের একটি সিকোয়েন্স যার মাধ্যমে কোনও ফোন সংযোগ বা মোবাইল ব্য়বহারকারীকে নির্দিষ্ট ভাবে আলাদা করে চিহ্নিত করা যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়াশোনা: UPSC দেননি! ধাপে ধাপে এখন IAS! চমকে দেবে এই লড়াকুর কাহিনি