কলকাতা: আধার কার্ড। যেকোনও সরকারি প্রকল্পের সুবিধা পেতে বা ব্যাঙ্কের কাজে অথবা অন্য যে কোনও ক্ষেত্রে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয় আধার (Aadhaar Card)।
আধার করার সময় সংশ্লিষ্ট নাগরিকে বিভিন্ন তথ্য নেওয়া হয়। তাঁর নাম, ঠিকানা (Address), জন্ম তারিখ সংক্রান্ত তথ্য এবং বায়োমেট্রিক (Biometric) তথ্য নেওয়া হয়ে থাকে। ফলে অনেকসময়েই অনেকের মধ্যে এমন ধারনা থাকে যে আধার কর্তৃপক্ষের কাছে যাবতীয় তথ্য থাকে। এমনকী ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আর্থিক তথ্য সংক্রান্ত যাবতীয় তথ্যও আধার কর্তৃপক্ষের কাছে থাকে বলে মনে করেন অনেকে।
এই ধারনা কতটা ঠিক?
কিন্তু আধার কর্তৃপক্ষ জানাচ্ছেন, এমন ধারনা পুরোপুরি ভ্রান্ত। আধারের ডেটাবেসে (Database) কোনও নাগরিকের কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) বা অর্থ-সংক্রান্ত তথ্য থাকে না। তাহলে কী থাকে? আধার কর্তৃপক্ষ জানাচ্ছে, তাদের কাছে শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, লিঙ্গ, জন্ম তারিখ, মোবাইল নম্বর থাকে। ফলে ওই সংক্রান্ত তথ্য নিয়ে কোনও নাগরিকের উদ্বেগের কোনও কারণ থাকতেই পারে না।
আধার কার্ডে একটি নম্বর থাকে। তার মধ্য়েই থাকে ব্যবহারকারী সম্পর্কে তথ্য। আধার কার্ডে থাকা ওই নম্বরটি ১২ সংখ্যার (12 Digit) হয়। ইদানিং আধার নিয়ে একাধিক প্রতারণার ঘটনা সামনে আসছে। তা রুখতে সাধারণ নাগরিকদের সচেতন হতে বলছেন আধার কর্তৃপক্ষ। ১২টি সংখ্যা থাকলেই তা যে আধার নম্বর হবে এমন নয়। নম্বরটি ঠিক কিনা তা যাচাই করা যায়।
কীভাবে যাচাই?
আধার নম্বর যাচাইয়ের পদ্ধতির বিষয়ে জানিয়েছে খোদ আধার কর্তৃপক্ষ। একটি বিশেষ লিঙ্কে গিয়ে সেখানে যে নম্বরটি যাচাই করা হবে সেটি দিতে হবে। তার ঠিক নীচে দিতে হবে ক্যাপচা (Captcha)। তারপর Procced and Verify Aadhaar--এই বাটনে ক্লিক করলেই দেখা যাবে ওই আধার নম্বরটি ঠিক কিনা।
কোন লিঙ্কে যাচাই:
myaadhaar.uidai.gov.in/verifyAadhaar
বিভিন্ন জায়গায় পরিচয়পত্র হিসেবে আধার কার্ড নেওয়া হয়। আধার কর্তৃপক্ষ জানাচ্ছেন, এইভাবে আধার নম্বর যাচাইয়ের পরেই যেন সেটি ঠিক পরিচয়পত্র হিসেবে গ্রহণ করা হয়।
আরও পড়ুন: হাইব্রিড ফিচারের সঙ্গে দুরন্ত মাইলেজের দাবি, টয়োটার এই মডেল কিনতে খরচ পড়বে কত?