UPI: ভারতে ক্রমশ সুদৃঢ় হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া (Digital India) এবং ক্যাশলেস ইন্ডিয়ার (Casgless India) ধারণা। আর তাই ইউপিআই (UPI) অর্থাৎ United Payments Interface এখন আমআদমির নিত্যসঙ্গী। মানিব্যাগে নগদের ভাণ্ডারে পড়েছে টান। অনলাইনেই এখন চলছে বেশিরভাগ পেমেন্ট (Online Payment)। এই ইউপিআই- এর ক্ষেত্রে আর্থিক লেনদেনে অতিরিক্ত চার্জ বসতে চলেছে বলে শোনা যাচ্ছিল বিগত কয়েকদিন ধরে। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে স্পষ্ট ভাবে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের তরফে দেশবাসীর আশঙ্কা দূর করে জানানো হয়েছে যে United Payments Interface (UPI)- এর ক্ষেত্রে সরকারের তরফে কোনও অতিরিক্ত চার্জ নেওয়ার পরিকল্পনা নেই। 


কেন এই ধারণা তৈরি হয়েছিল


পেমেন্ট সিস্টেমে অতিরিক্ত চার্জ বসানোর বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের তরফে একটি আলোচনাপত্র জারি করা হয়েছিল। সেখানে নিশ্চিত ভাবে কিছু বলা হয়নি। তবে UPI- এর ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বসতে পারে- এমন একটা আভাস পাওয়া গিয়েছিল। আর এরপর থেকেই শুরু হয়েছিল জল্পনা। ভারতের বাসিন্দারা ভেবেছিলেন যে এবার থেকে হয়তো ইউপিআই পেমেন্ট অপশনের ক্ষেত্রেও অতিরিক্ত চার্জ দিতে হবে। যদিও ভারত সরকারের অর্থ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে এই ধরনের কোনও অতিরিক্ত চার্জ নেওয়ার পরিকল্পনা নেই। 


বর্তমানে ইউপিআই (UPI) পরিষেবা


বর্তমানে ইউপিআই- এর মাধ্যমে কোনও পেমেন্ট করা হলে সেক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ প্রযোজ্য হয় না। UPI হল জনসাধারণের জন্য অপরিসীম সুবিধা সহ একটি ডিজিটাল পেমেন্ট পরিষেবা এবং দেশের অর্থনীতির জন্য লাভজনক বিষয়। UPI পরিষেবার জন্য কোনও অতিরিক্ত চার্জ ধার্য করার পরিকল্পনা নেই সরকারের। খরচ পুনরুদ্ধারের জন্য পরিষেবা প্রদানকারীদের উদ্বেগ অন্যান্য উপায়ে মেটাতে হবে। সম্প্রতি ট্যুইট করে অর্থ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। 


রিজার্ভ ব্যাঙ্কের আলোচনা পত্র


চলতি মাসের শুরুর দিকেই আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্কের এই আলোচনা পত্র প্রকাশ হয়েছিল। ফান্ড ট্রান্সফার সিস্টেম হিসাবে UPI হল IMPS এর মতো এবং তাই UPI-এর ফান্ড ট্রান্সফার লেনদেনের জন্য অতিরিক্ত চার্জগুলি IMPS-এর চার্জের মতোই হওয়া দরকার। প্রসঙ্গত উল্লেখ্য, সরকার গত বছর ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছিল। এই বছরও ডিজিটাল পেমেন্টগুলিকে সাধারণ মানুষ যেন আরও গ্রহণ করেন সেই ব্যাপারে আরও উৎসাহিত করার জন্য ও অর্থনৈতিক এবং ইউজার ফ্রেন্ডলি পেমেন্ট প্ল্যাটফর্মের প্রচারের জন্য এই বছরও একই ঘোষণা করেছে সরকার। 


আরও পড়ুন- তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করবেন ? অনলাইনে এই সহজ ধাপ মেনে চলুন