কলকাতা: খুব তাড়াতাড়ি ই-পাসপোর্ট (E-Passport) লঞ্চ করতে চলেছে ভারত সরকার। বিদেশ ভ্রমণের জন্য জরুরি এই পাসপোর্টে (Passport) ব্যবহারকারীদের সমস্ত তথ্য যেন আরও সুরক্ষিত থাকে সেই জন্যই লঞ্চ হতে চলেছে এই ই-পাসপোর্ট। শোনা যাচ্ছে, সম্ভবত চলতি বছর অর্থাৎ ২০২২ সালের শেষের দিকেরি ভারতে লঞ্চ হতে পারে এই ই-পাসপোর্ট। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্করের তরফে এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। এবার দেখে নেওয়া যাক এই ই-পাসপোর্টের খুঁটিনাটি। প্রসঙ্গত উল্লেখ্য, চিপযুক্ত ই-পাসপোর্টের ধারণা নতুন নয়। বিশ্বে ১০০-র বেশি দেশে ইতিমধ্যেই এই ই-পাসপোর্ট চালু হয়েছে। সেই তালিকায় রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, নেপাল, বাংলাদেশ। এছাড়াও রয়েছে আয়ারল্যান্ড, জিম্বাবোয়ে, মালাউই এবং অন্যান্য আরও অনেক দেশে।


ই-পাসপোর্ট আসলে কী?


সাধারণ পাসপোর্টের মতোই কাজ হবে ই-পাসপোর্টে। এর মধ্যে থাকবে ছোট একটি ইলেকট্রনিক চিপ। পাসপোর্টের ভিতরে লাগানো এই চিপেই থাকবে যাবতীয় খুটিনাটি তথ্য। আপনার নাম, জন্মতারিখ, ঠিকানা এবং অন্যান্য অনেক তথ্য থাকবে এই ই-পাসপোর্টে। জানা গিয়েছে, যে চিপ ই-পাসপোর্টে থাকবে সেটি হল রেডিয়ো ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ। এর সঙ্গে থাকবে একটি অ্যান্টেনাও, যা পাসপোর্টের ব্যাক কভারে বা পিছনের অংশে থাকবে। মূলত ভুয়ো পাসপোর্টের রমরমা কমাতেই চালু হতে চলেছে এই ই-পাসপোর্ট। এছাড়াও অনেক সহজেই নির্দিষ্ট ব্যক্তির তথ্য পাওয়া যাবে প্রয়োজনের সময়।


কারা তৈরি করবে এই ই-পাসপোর্ট?


টেক জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএস এই ই-পাসপোর্ট তৈরি করবে বলে জানা গিয়েছে। আর চলতি বছরের শেষের দিকেই লঞ্চ হবে এই নতুন ধরনের পাসপোর্ট।


কেমন দেখতে হবে হবে ই-পাসপোর্ট?


সাধারণ পাসপোর্টের মতোই দেখতে হবে ভারতের নতুন ই-পাসপোর্ট। শুধু পাসপোর্টের ভিতরে লাগানো থাকবে একটি চিপ।


যাঁদের পাসপোর্ট আছে তাঁরা কি নতুন ই-পাসপোর্টে জন্য আবেদন করবেন?


সরকারের তরফে এখনও এ ব্যাপারে কিছু ঘোষণা করেনি। অর্থাৎ যাঁদের ইতিমধ্যেই পাসপোর্ট রয়েছে তাঁরা নতুন করে ই-পাসপোর্টের জন্য আবেদিন করবেন কিনা তা জানা যায়নি। অথবা ই-পাসপোর্টের জন্য আবেদন করতে গেলে বর্তমানে থাকা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা তাও জানা যায়নি।


আরও পড়ুন- প্যান কার্ডের এই কাজ না করলে ১০,০০০ টাকা জরিমানা ! বন্ধ হবে অ্যাকাউন্ট