
LG Mobile Phones
দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি বিশ্বের অন্যতম বৃহত ইলেকট্রনিক্স সংস্থা। এলজি-র ১৯৫৮ সালে যাত্রা শুরু হয়েছিল। দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে প্রথম রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের মতো পণ্য উৎপাদন করে এলজি। দ্রুত সাফল্যের রাস্তা ধরে সংস্থাটি ১৯৮২ সালে মার্কিন বাজারেও প্রবেশ করেছিল।
এলজি টিভি বাজারে অনেক বড় বড় কৃতিত্ব অর্জন করেছে। এলজি বিশ্বের ৬০ ইঞ্চি প্লাজমা টিভি তৈরি করেছিল। তবে এলজি ফিলিপসের অংশীদারিত্বে এই টিভিটি তৈরি করেছিল। পরে এলজি এলসিডি তৈরির দিকে মনোনিবেশ করেছিল।
দক্ষিণ কোরিয়ার সংস্থা এলজি বিশ্বের অন্যতম জনপ্রিয় ইলেকট্রনিক্স সংস্থা। এলজি বিশ্বব্যাপী কয়েকশ ফিচার এবং স্মার্টফোন চালু করেছে। এলজি-র টেক জায়ান্ট গুগলের সঙ্গে হাত মিলিয়ে লঞ্চ করা নেক্সাস স্মার্টফোন বেশ জনপ্রিয় হয়। সংস্থাটি স্মার্টফোন বাজারে নিজের জায়গাটি আরও শক্তিশালী করার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। ২০২০ সালে এলজি ১০ টিরও বেশি স্মার্টফোন পেশ করার ঘোষণা করে দিয়েছে।
TV
Appliances
Accessories
































