Retirement Planning: আপনার বেতনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মুদ্রাস্ফীতি। এরকম একটা সময়ে লক্ষাধিক টাকা বেতন পেলেও অবসর নিয়ে চিন্তায় থাকেন অনেকেই। আপনার অবসরকালীন জীবন আরামে কাটাতে এখনই বেছে নিতে পারেন সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)। জেনে নিন কীভাবে প্ল্যান করবেন বড় অঙ্কের টাকা পেতে।
Investment Planning: কী বলছেন বিশেষজ্ঞরা
২৫ বছর পর যদি আপনি ১০ কোটি টাকা অর্জনের লক্ষ্য পূরণ করতে চান, তবে আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে। এই অবসরের পরিকল্পনা নিয়ে পরামর্শ দিয়েছেন 'অপটিমা মানি ম্যানেজারস'-এর এমডি তথা সিইও পঙ্কজ মঠপাল। তাঁর মতে, অবসর পরিকল্পনার জন্য মুদ্রাস্ফীতির বিষয়টা মাথায় রাখা উচিত।মনে রাখতে হবে, বিনিয়োগ করলেও সেই অর্থের ওপর বার্ষিক ১০ শতাংশের মুদ্রাস্ফীতির হার চাপবে। সেই ক্ষেত্রে যেখানেই বিনিয়োগ করুন না কেন, দেখতে হবে আপনার লগ্নি করা অর্থ যেন বৃদ্ধির পর মুদ্রাস্ফীতির ১০ শতাংশ হারকে পিছনে ফেলতে পারে।
২৫ বছরের লক্ষ্যে কোন বিনিয়োগের পথে যাওয়া উচিত ?
২৫ বছরের জন্য অর্থ বিনিয়োগের জন্য এটা খুবই ভাল সময়। এই সময়ে বিনিয়োগের ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন পঙ্কজ মঠপাল। তাঁর মতে ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেই অবসরের সময় পাওয়া যেতে পারে বিশাল পরিমাণ টাকা। যা মুদ্রাস্ফীতির হারকে টপকে দারুণ রিটার্ন দিতে পারে লগ্নিকারীকে। সেই ক্ষেত্রে কোনও বিনিয়োগকারী যদি ২৫ বছরের জন্য ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে লগ্নি ধরে রাখেন, তাহলে ১০ কোটির লক্ষ্যপূরণ অস্বাভাবিক হবে না। তবে সেই ক্ষেত্রে আপনি কত টাকা বিনিয়োগ করছেন তার ওপর নির্ভর করবে ১০ কোটির লক্ষ্যপূরণ। আপনি যদি ইক্যুইটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে আপনার ১০ কোটি টাকার কর্পাসের লক্ষ্য পূরণ হতে পারে। এর জন্য আপনি SIP করতে পারেন। যাতে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি হারে সুদের ফল আসবে আপনার অ্যাকাউন্টে।