New Mahindra Scorpio 2022: দেশের বাজারে জনপ্রিয়তায় অনেক গাড়িকেই পিছনে ফেলে দেবে এই এসইউভি। তাই অটো সাইটগুলিতে ২০২২ সালের মহিন্দ্রা স্করপিওর ছবি দেখে চড়ছে প্রত্যাশার পারদ। সম্প্রতি সেই উৎসাহে আরও গতি জুগিয়েছে গাড়ির বিজ্ঞাপনের শ্যুটিং।
Mahindra Scorpio 2022: রিপোর্ট বলছে, নতুন Scorpio-এর গ্রিল XUV700-এর মতোই হতে পারে। সানরুফের পাশাপাশি টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল, নতুন ইন্সট্রুমেন্ট কনসোল, ইঞ্জিন স্টার্ট/স্টপ বোতাম ও ডুয়াল টোন ড্যাশবোর্ডের মতো বৈশিষ্ট্যগুলি দেওয়া হয়েছে। তবে এর মধ্যে কিছু ফিচার কবেল টপ ভ্যারিয়েন্টেই দেওয়া হবে।
Mahindra Scorpio 2022: ভিতর থেকে কেমন গাড়ি ?
গাড়ির অন্দরসজ্জাকে আরও আকর্ষণীয় করে তুলতে চেষ্টার খামতি রাখেনি মহিন্দ্রা। গাড়ির ড্যাশবোর্ডে একটি বড় টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম দিয়েছে কোম্পানি। গাড়িটি সিলভার অ্যাকসেন্ট-সহ লম্বা এসি ভেন্ট দেখা যাবে। নতুন স্করপিওতে পিছনের আসনে বসা যাত্রীরাও এসি ভেন্টের সুবিধা পাবেন।গাড়ির ক্লাইমেট কন্ট্রোল ও অন্যান্য বৈশিষ্ট্যের জন্য সেন্টার কনসোলে অনেকগুলি বোতাম দেওয়া হয়েছে। যে মডেলটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ে দেখা গেছে, তার কেবিনটি চামড়া দিয়ে ঢাকা রয়েছে। শোনা যাচ্ছে, নতুন স্করপিওর কেবিন আগের থেকে আরও বড় হতে পারে।
New Mahindra Scorpio: এতে এলইডি হেডল্যাম্প, এলইডি ডিআরএল ও এলইডি টেললাইট, অ্যালয় হুইল ও রুফরেল দেখা যাবে। কয়েকদিন আগেই Scorpio N ও Scorpio Sting নামে ট্রেডমার্ক রেজিস্টার করেছে মহিন্দ্রা। গাড়ির বাজারে জোর জল্পনা, নতুন Scorpio-কে এই দুটি নাম দিতে চলেছে কোম্পানি।
Mahindra Scorpio 2022 Launch: নতুন 2022 Mahindra Scorpio ১৪ অগাস্ট লঞ্চ হতে পারে ভারতে। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন Mahindra সবসময়ই তার গুরুত্বপূর্ণ নতুন গাড়ি লঞ্চ করেছে। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছে অটো ব্লগাররা। গত বছর ১৪ অগাস্ট আমরা XUV700 -র দাম প্রকাশ করতে দেখেছি কোম্পানিকে। এই বছর একইভাবে নতুন Scorpio অগাস্টেই লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে। নতুন চেহারা নতুন প্ল্যাটফর্ম, বৈশিষ্ট্য-সহ নতুন ইঞ্জিন নিয়ে আসছে স্করপিও। এটি একটি সম্পূর্ণ প্রজন্মের পরিবর্তন, যা থার ও XUV700-এর মতো একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে।
New Mahindra Scorpio 2022: নতুন প্ল্যাটফর্মের অর্থ আরও ভাল রাইড ও ড্রাইভিংয়ের পাশাপাশি গাড়ির অতিরিক্ত দক্ষতা। নতুন থারের মতোই নতুন স্করপিওতে ম্যানুয়াল অটোমেটিক উভয় অফার সহ একটি 2.0 লিটার টার্বো পেট্রল থাকবে। সঙ্গে এতে রয়েছে 2.2 লিটার ডিজেল সহ ম্যানুয়াল ও অটোমেটিকের অপশন। থাকতে পারে অল হুইল ড্রাইভের অপশনেও। XUV700 এর মতো ডিজেলে শুধুমাত্র সব চাকায় ড্রাইভ ফাংশন পেতে পারে ক্রেতা। নতুন Scorpio এর দাম আগের থেকে বেশি হবে। তবে Mahindra এর দাম সামনে এনে সবাইকে অবাক করে দিতে পারে।