প্রকাশ সিনহা, কলকাতা: গরুপাচার মামলার (Cattle Smuggling Case) তদন্তে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গতিবিধির ওপর নজর রাখতে এবার তৃণমূল (TMC) নেতার এবার পাসপোর্ট (Passport) চাইল সিবিআই (SBI)। সূত্রের খবর, সিবিআইয়ের কাছে হাজিরার জন্য ২১ মে পর্যন্ত সময় চেয়েছেন অনুব্রত মণ্ডল। এই সময়ে তাঁর গতিবিধির ব্যাপারে জানতে পাসপোর্ট চেয়েছে সিবিআই। 


কী কী বলা হয়েছে সিবিআইয়ের তরফে? 


সূত্রের খবর, অনুব্রত মণ্ডল দাবি করেছেন তাঁর কোনও পাসপোর্ট নেই। তৃণমূলের বীরভূম জেলা সভাপতির দাবি সঠিক কিনা জানতে, রিজিওনাল পাসপোর্ট অফিসে যোগাযোগ করছে সিবিআই। পাশাপাশি, বিমানবন্দর কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে। যাতে অনুব্রত মণ্ডল বাইরে কোথাও গেলে, তাঁর গতিবিধি সম্পর্কে জানতে পারে সিবিআই। খবর সূত্রের।                                                           


আরও পড়ুন, মৃত ব্যক্তিদের নামে আবাস-দুর্নীতি! তৃণমূল প্রধানের বিরুদ্ধে বড় অভিযোগ 


এদিকে, সিবিআই হাজিরা নিয়ে এবার সিবিআইকে শর্ত দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল। একাধিকবার সিবিআই তলব পেয়েও শরীর অসুস্থ থাকার কারণ দেখিয়ে সিবিআইয়ের কাছে যাননি অনুব্রত। এবার গরুপাচারকাণ্ড, ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় হাজিরা নিয়ে অনুব্রত পাল্টা শর্ত জানিয়ে চিঠি দিলেন সিবিআইকে।                                                                                                  


আইনজীবী মারফত অনুব্রত চিঠি দিয়ে জানিয়েছেন, ২১ মের পর কলকাতায় জিজ্ঞাসাবাদের জন্য তৈরি থাকবেন তিনি। ২১ মে-র পরে কথা বলে যেখানে ঠিক হবে, সেখানে জিজ্ঞাসাবাদ করা যাবে। আলোচনার পর জায়গা ঠিক করে জিজ্ঞাসাবাদ করতে পারবেন সিবিআই আধিকারিকরা। সিবিআইয়ের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে চিঠি পাঠিয়েছেন অনুব্রত মন্ডল।