India COVID-19 update: দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা আজও আড়াই হাজার ছুঁইছুঁই। তবে গতকালের তুলনায় কমেছে দৈনিক সংক্রমণ। অন্যদিকে, অসম তথ্য পরিমার্জন করায়, বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা।
এক নজরে আজকের করোনাগ্রাফ
- কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৩ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৪১।
- অসম মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায় গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৯।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০।
- এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬২২ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৬২ হাজার ৫৬৯।
করোনা মোকাবিলায় বুধবার সব মুখ্যমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশে কি কড়া নাড়ছে করোনার চতুর্থ ঢেউ? উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি, IIT কানপুরের গবেষণা বলা হয়েছে, জুনেই তা আছড়ে পড়তে পারে। শিখরে পৌঁছবে অগাস্টে। তাণ্ডব চলতে পারে অক্টোবর পর্যন্ত। গাণিতিক গবেষণার মধ্যে দিয়ে কানপুর আইআইটির রিপোর্টে বলা হয়েছে, ২০২০-র ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিশ মেলে। সেদিন থেকে ৯৩৬ দিন অর্থাৎ ২ বছর ১০ মাস পর আছড়ে পড়বে চতুর্থ ঢেউ। করোনার চতুর্থ ঢেউয়ের ক্ষেত্রে আফ্রিকার জিম্বাবোয়ের সঙ্গে ভারতের মিল পাচ্ছেন গবেষকরা। প্রশ্ন উঠেছে তাহলে কি দ্বিতীয় ঢেউয়ের মতো প্রাণঘাতী ও সংক্রামক হিসেবে আছড়ে পড়বে চতুর্থ ঢেউ? তৃতীয় ঢেউয়ের মতো ঝড়ের গতিতে ছড়াবে সংক্রমণ? IIT কানপুরের গবেষণায় এই সম্পর্কে তথ্য উঠে না এলেও, রিপোর্টে বলা হয়েছে, ভ্যাকসিনেশন, বুস্টার ডোজের উপর পরিস্থিতি অনেকটা নির্ভর করছে।