KTM RC 390 : দেশের বাজারে এসে গেল KTM-এর নতুন RC 390। আগের মডেলের তুলনায় নতুন 2022 KTM RC 390-এর সবচেয়ে বড় পরিবর্তন হল এর ডিজাইন। নতুন বাইকের সামনের দিকে একটি বড় LED হেডল্যাম্প রাখা হয়েছে৷ ফেয়ারিংয়ের  উভয় পাশে এলইডি ডিআরএল ও ইন্ডিকেটর পাবেন।


KTM RC 390: কী বৈশিষ্ট্য পাবেন বাইকে ? 
নতুন RC 390-তে নতুন আয়না, সামান্য বড় 13.7-লিটার ফুয়েল ট্যাঙ্ক, নতুন স্প্লিট সিট, সেইসাথে একেবারে নতুন স্পোর্টি লুকিং অ্যালয় হুইল দেওয়া হয়েছে। KTM দুটি পেইন্ট স্কিমে নতুন RC 390 অফার করছে। KTM ফ্যাক্টরি রেসিং ব্লু ও KTM ইলেকট্রনিক অরেঞ্জ রং পাবেন এই বাইকে।


KTM RC 390: আগের থেকে আলাদা এই বাইক
KTM-এর দাবি, নতুন RC 390 'গ্র্যান্ড প্রিক্স অনুপ্রাণিত ইলেকট্রনিক্স' মডেল। যেখানে মোটরসাইকেল ট্র্যাকশন কন্ট্রোল (MTC), QuickShifter+, লিন-অ্যাঙ্গেল কর্নারিং ABS ও সুপারমোটো মোড রয়েছে বাইকে। অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে কেটিএম মাই রাইড সহ একটি টিএফটি ডিসপ্লে, পাওয়ার-অ্যাসিস্টেড অ্যান্টি-হপিং স্লিপার ক্লাচ, 2-পদক্ষেপের উচ্চতা সামঞ্জস্যযোগ্য হ্যান্ডেলবার, পাশাপাশি অন এলইডি লাইট।


KTM RC 390: কত দাম নতুন মডেলের ?
RC 390-এর এই 2022 সংস্করণটি আগের-জেনারেশনের তুলনায় প্রায় 37,000 টাকা বেশি দামি। এর দাম 3.14 লক্ষ টাকা (এক্স-শোরুম, নিউ দিল্লি)। 2022 RC 390-তে আগের মতো একই 373 cc লিকুইড-কুলড সিঙ্গল-সিলিন্ডার DOHC ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি 43.5 PS শক্তি ও 37 Nm টর্ক জেনারেট করে। এতে একটি 6-স্পিড ট্রান্সমিশন পাবেন ক্রেতা। KTM বলছে, টর্ক ডেলিভারি আগের মডেলের তুলনায় উন্নত হয়েছে। বাইকে থাকছে নতুন 40% বড় এয়ারবক্স।


2022 KTM RC 390 একটি টিউবুলার স্প্লিট-ট্রেলিস ফ্রেমে তৈরি করা হয়েছে। একটি নতুন ইঞ্জিনিয়ারড বোল্ট-অন সাবফ্রেমের সাথে রয়েছে। ব্রেকিং ডিউটি ​​BYBRE ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে বাইকে। এতে পাবেন ডুয়াল চ্যানেল ABS। নতুন প্রজন্মের RC 390 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 153 এমএম ও এর ওজন 172 কেজি। সিট হাইট 835 এমএম।


আরও পড়ুন : Mahindra Scorpio 2022: প্রকাশ্যে পুরো গাড়ির ছবি, এইদিন লঞ্চ হবে মহিন্দ্রা স্করপিও