Mobile Recharge Price Hike: মোবাইলে কথা বলতে গেলে খরচ করতে হবে আরও বেশি। ডেটার সঙ্গে টকটাইমের রিচার্জ প্ল্যানে ফের দাম বাড়াতে পারে টেলিকম কোম্পানিগুলি। প্রিপেইড প্ল্যানে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে এয়ারটেল, জিও, ভি-র মতো কোম্পানি। সম্প্রতি এরকমই এক রিপোর্ট প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে, দীপাবলির আগে এই ঘোষণা করতে পারে কোম্পানিগুলি।


Prepaid Tariff Hike: গত বছরও রিচার্জের দাম বাড়িয়েছিল সংস্থা
প্রতিবেদন সত্যি হলে এই নিয়ে গত বছরের নভেম্বরের পর ফের একবার মোবাইল রিচার্জ আরও দামি হতে চলেছে। দেশের তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি করতে পারে এই কাজ। 


Mobile Recharge Price Hike: কত দামি হবে রিচার্জ প্ল্যান ?
ইটি টেলিকম রিপোর্ট বলছে, এয়ারটেল, জিও ও ভোডাফোন আইডিয়া প্রায় 10 শতাংশ প্রিপেইড শুল্ক বাড়াতে চাইছে। রিপোর্টে বলা হয়েছে Airtel, Jio ও Vodafone Idea তাদের প্রিপেইড প্ল্যানে 10-12 শতাংশ বৃদ্ধির পরিকল্পনা করছে, এইভাবে, ARPU (average revenue per user) যথাক্রমে 200 টাকা, 185 টাকা ও 135 টাকা বাড়াতে পারবে কোম্পানিগুলি।


Prepaid Tariff Hike: কেন এই সাহস পাচ্ছে কোম্পানিগুলি ?
গত বছরের নভেম্বর-ডিসেম্বরে এই তিনটি কোম্পানি তাদের প্রিপেইড প্ল্যানের দাম বাড়িয়েছিল। যদিও এয়ারটেল, জিও ও ভোডাফোন-আইডিয়া লক্ষ্য করে দাম বৃদ্ধির পরও গ্রাহক সংখ্যায় খুব একটা পরিবর্তন হয়নি তাদের। মার্চের ত্রৈমাসিকে ক্ষতির মুখোমুখি হতে হয়নি কোম্পানিগুলিকে যা নতুন করে ফের একবার দাম বাড়ানোর সাহস জোগাচ্ছে এই টেলিকম কোম্পানিগুলিকে। টেলিকম বিশেষজ্ঞরা বলছেন, আগামী 2023 অর্থবর্ষের শেষে 4 কোটি নতুন গ্রাহক তৈরি করতে সক্ষম হবে  এয়ারটেল, জিও ও ভোডাফোনের মতো কোম্পানিগুলি। তবে এখনও দাম বাড়ানোর বিষয়ে  কিছু বলেনি রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL।


আরও পড়ুন : Small Saving Schemes: পিপিএফ, সুকন্যা সমৃদ্ধিতে টাকা জমান ? পেতে পারেন দারুণ খবর