Salary News: শীঘ্রই সুখবর দিতে পারে সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন হতে পারে আগের থেকে অনেক বেশি। ৮ মার্চ অর্থাৎ হোলির পর কেন্দ্রীয় কর্মীদের দ্বিগুণ খুশির খবর শোনাতে পারে সরকার। সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে,এবার লক্ষাধিক কর্মচারী ও পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। পাশাপাশি ফিটমেন্ট ফ্যাক্টর সম্পর্কেও নতুন করে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র। 


DA Hike: মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা ?
কেন্দ্রীয় কর্মচারীদের বর্তমান মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ হারে দেওয়া হচ্ছে। আগামী দিনে তা বাড়িয়ে ৪২ শতাংশ করা হতে পারে। মনে করা হচ্ছে, মহার্ঘ ভাতা  ৪ শতাংশ বাড়তে পারে। আশা করা হচ্ছে, হোলির পর সরকার এই ঘোষণা করতে পারে । সঙ্গে আসতে পারে আরও সুখবর।


Salary News: কখন ডিএ বৃদ্ধি হয় ?
কেন্দ্রীয় সরকার মহার্ঘ ভাতা ও ডিএ রিলিফ ৪ শতাংশ বাড়াতে পারে। এই মহার্ঘ ভাতা বা ডিএ মূল্যস্ফীতির হার অনুসারে বছরে দুবার সংশোধিত হয়। প্রথমে জানুয়ারি মাসে ও দ্বিতীয় পর্বে জুলাই মাসে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এবার মহার্ঘ ভাতা বাড়ানো হলে কর্মচারী-পেনশনভোগীসহ কোটি কোটি মানুষ উপকৃত হবেন।


7th Pay Commission: সরকার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়াতে পারে
বর্তমানে ২.৫৭ শতাংশের ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে বেতন দেওয়া হয়। এটি ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দেওয়া হয়। সপ্তম বেতন কমিশনের আওতায় দীর্ঘদিন ধরেই এটি বাড়ানোর দাবি করে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এর আওতায় ফিটমেন্ট ফ্যাক্টর ৩ দশমিক ৬৮ শতাংশে উন্নীত করার দাবি জানানো হয়েছে।


7th Pay Commission: বেতন কত বাড়বে ?
যদি কর্মীদের জন্য ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়, তাহলে ১৫,৫০০ টাকার বেসিক স্যালারি ৩৯,৮৩৫ টাকায় পৌঁছে যাবে। একই সঙ্গে ডিএও বাড়ানো হলে বেতন ৪০ হাজার টাকার বেশি হতে পারে।


7th Pay Commission: নতুন ডিএ ১ জানুয়ারি ২০২৩ থেকে কার্যকর হবে !
এই বিষয়ে 'অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক শিব গোপাল মিশ্র বলেছেন, "ডিসেম্বর ২০২২-এর জন্য CPI-IW হিসেব গত ৩১ জানুয়ারি ২০২৩ সালে প্রকাশিত হয়েছিল। সেই সময় মহার্ঘ ভাতা ৪.২৩ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সরকার DA-তে দশমিকে কোনও বৃদ্ধি করে না। সেই ক্ষেত্রে ডিএ চার শতাংশ বাড়ানো যেতে পারে। শেষবার মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল সেপ্টেম্বর মাসে।'' নতুন বছরে ইতিমধ্যেই দুই মাস পেরিয়ে গেছে। শোনা যাচ্ছে, সরকার মার্চ থেকে জুন পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। বুধবারই এই সিদ্ধান্তের বিষয়ে সিলমোহর পড়তে পারে। 


মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ৩৮ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার যদি তা ৪ শতাংশ বাড়িয়ে ৪২ শতাংশ করে, তাহলে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা বড় ধরনের স্বস্তি পাবেন। তথ্য বলছে,কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিলে ৪৭ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী উপকৃত হবেন।


 


EPFO Interest Rate: দুঃসংবাদ ! কমতে পারে পিএফ-এর সুদের হার, চাকরিজীবীদের জন্য বড় ধাক্কা