7th Pay Commission: নতুন বছরের শুরুর আগেই ভাল খবর শোনাতে চলেছে সরকার(Central Government)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)সবুজ সংকেত দিলেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে আরও টাকা।


7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য শীঘ্রই বকেয়া মহার্ঘ ভাতা (DA)দিতে পারে সরকার। ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে আলোচনার পরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। কোভিডকালে ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতা পাননি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বর্তমানে ৩১ শতাংশ মহার্ঘ ভাতা পান সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীরা। এবার তাদের সেই মহার্ঘ বকেয়া মিটিয়ে দিতে পারে সরকার।


সংবাদ মাধ্যমের বিভিন্ন রিপোর্ট বলছে, বড়দিনের আগে ২৪ ডিসেম্বর ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে এই বিষয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে।  বকেয়া (DA) মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে ইতিমধ্যেই দাবি তুলেছে কর্মী পরিষদ। এককালীন ১৮ মাসের বকেয়া ডিএ মেটানোর কথা বলেছে কাউন্সিল।


PM To Take Decision: কী করবেন মোদি ? পরিসংখ্যান বলছে, বর্তমানে দেশে ৩৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন। নতুন বছর শুরু হওয়ার আগেই ডিএ-র এরিয়ার বা বকেয়া নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের আশা, এই বিষয়ে সবুজ সংকেত দেবেন তিনি।


7th Pay Commission:  প্রতি অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা ! এককালীন বকেয়া ডিএ প্রসঙ্গে মুখ খুলেছেন জেসিএম-এর ন্যাশনাল কাউন্সিলের শিব গোপাল মিশ্র। তাঁর মতে, সরকারা সবুজ সংকেত দিলে এই ডিএ-র রেঞ্জ হবে লেভেল ১ কর্মীদের ক্ষেত্রে ১১,৮৮০ টাকা থেকে ৩৭৫৫৪ টাকা পর্যন্ত। অন্যদিকে, লেভেল ১৩ কর্মীদের বেসিক বেতন  হবে ১,২৩, ১০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা।


Central Government DA Hike: এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩১ শতাংশ ডিএ পাচ্ছেন। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের অক্টোবরে ডিএ বৃদ্ধি হয়। এর আগে জুলাইতে মহার্ঘ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কোভিডের সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র । সেই অনুযায়ী ২০২০ সালের ১ জানুয়ারি, ১ জুলাই ছাড়াও ২০২১ সালের ১ জানুয়ারি কর্মীদের ডিএ ও ডিআর-এর তিনটি কিস্তি বন্ধ রাখা হয়।তবে সংবাদমাধ্যমে এই ডিএ বৃদ্ধির বিষয়ে আলোচনা হলেও এখনও কেন্দ্রীয় সরকারের থেকে এই বিষয়ে কোনও নিশ্চিত বার্তা দেওয়া হয়নি।


আরও পড়ুন : DA Hike: অ্যাকাউন্টে ঢুকবে আরও টাকা ! বছরের শুরুতেই পেতে পারেন সুখবর