কলকাতা: রাজ্য-রাজ্যপাল সঙ্ঘাত এবার তুঙ্গে। রাজ্যপালকে আচার্য হিসেবে চায় না সরকার, চায় মুখ্যমন্ত্রীকে। সিভি আনন্দ বোস নিয়ে 'মোহভঙ্গ' সরকারের।
রাজ্যপালের উদ্দেশে কড়া বার্তা শিক্ষামন্ত্রীর: রীতিমতো কড়া বার্তা দেন শিক্ষামন্ত্রী (EducationMinister) ব্রাত্য বসু। তিনি বলেন, “রাজ্যপালকে আচার্য চাই না, মুখ্যমন্ত্রীকে আচার্য চাই। নৈতিক অর্থে আমাদের কাছে আচার্য মুখ্যমন্ত্রী। অবিলম্বে বিলে সই করুন, না হলে ফেরত পাঠান। আবার বিধানসভায় বিল পাস করব। শ্বেতহস্তীর মতো দাপিয়ে বেড়াচ্ছেন, মুখ্যমন্ত্রীকে না জানিয়ে উপাচার্য ঠিক করছেন। যেখানে সেখানে চলে যাচ্ছেন, অনুদান দিচ্ছেন।’’ রাজ্যপালকে নিয়ে কড়া মন্তব্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। “মুখ্যমন্ত্রীর মর্যাদা খেয়াল রাখুন’’ উপাচার্যদের আর্জি শিক্ষামন্ত্রীর।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নির্দেশিকা জারি করে রাজভবন। তাতে বলা হয়, বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক লেনদেনের বিষয়ে আচার্য তথা রাজ্যপালের অনুমতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক কাজের রিপোর্ট রাজভবনে ই-মেল মারফত জানাতে হবে। আচার্যের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি কথা বলতে পারবেন উপাচার্য। ইতিমধ্যেই এই নির্দেশিকা প্রত্যাহারের জন্য আবেদন জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, সম্পূর্ণ অন্ধকারে রেখে এই চিঠি দেওয়া হয়েছে। উপাচার্যদের থেকে জানতে পেরেছি বলে জানান শিক্ষামন্ত্রী (Education Minister Bratya Basu)।
কী জানান ব্রাত্য বসু?
যে চিঠি নিয়ে এত বিতর্ক সেই চিঠির আইনি বৈধতা নেই। দাবি করছেন স্বয়ং শিক্ষামন্ত্রী। পাশাপাশি প্রত্যাহার করার দাবিও করছেন। শুধু তাই নয়, রাজ্যপালের সঙ্গে সুসম্পর্কের কথা বলে সরাসরি বিরুদ্ধাচরণ করছেন। এমনকী পুরনো রাজ্যপালদের কথা বলে বর্তমানকে কটাক্ষ করছেন। এদিন শিক্ষামন্ত্রী বলেন, 'রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সম্পর্ক প্রতিযোগীর নয় সহযোগীর। ইউজিসি-র প্রতিটি সমীক্ষায় রাজ্য উচ্চস্থানে আছে। আমরা কোনও দ্বৈরথ চাইনা, সহযোগিতার ভিত্তিতে কাজ করতে চাই। রাজ্যপালের চিঠির আইনি বৈধতা নিয়ে সংশয় আছে। রাজ্যপাল যা বলতে চান তা পরিষ্কার করে বলুন অথবা কাজে তা প্রকাশ করুন। সাংবাদিক বৈঠকে বলা হয়েছে একসঙ্গে কাজ করতে চাই। এই চিঠি সেই সাংবাদিক বৈঠকের অভিমুখের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। শিক্ষা দফতরের প্রধান সচিবকে বলেছি আইনে কী সংস্থান আছে দেখতে।
আরও পড়ুন: Amit Shah: অমিত শাহর সভার সূচিবদল, আজই পুজো দেবেন দক্ষিণেশ্বর মন্দিরে