Auto News: এই নিয়ে চলতি বছরে ২ বার। এপ্রিলের মধ্যেই ফের নিজেদের যাত্রীবাহী গাড়ির দাম বাড়াতে চলেছে টাটা মোটরস। কোম্পানির তরফে জানানো হয়েছে ক্রমবর্ধমান ইনপুট খরচ গাড়ি উৎপাদন আরও ব্যয়বহুল করে তুলেছে। সেই কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছে কোম্পানি।
Tata Motors Update: ভারতীয় এই গাড়ি প্রস্তুতকারী কোম্পানি জানিয়েছে, ১ মে থেকে এই দাম কার্যকর হতে চলেছে। ২০২৩ সালে দ্বিতীয়বার দাম বাড়াল Tata Motors। এর আগে জানুয়ারিতে ১.২ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। টাটা মোটরসের তরফে আরও বলা হয়েছে, চলতি মাসের শুরুতে ভারত স্টেজ VI নিয়মগুলি বাস্তবায়নের ফলে ভারতে বিভিন্ন অংশে যানবাহনের খরচ বেড়েছে।
Auto News: সরকার জানিয়েছে, নতুন করে গাড়ি প্রস্তুতকারী কোম্পানিগুলিকে যানবাহনগুলিকে নির্গমন নিরীক্ষণের জন্য একটি বিশেষ ডিভাইস দিয়ে সজ্জিত করতে হবে। এর ফলে গাড়ি পিছু অতিরিক্ত ব্যয় হবে কোম্পানিগুলির। বর্তমানে বাধ্যতামূলক করা হয়েছে এই নিয়ম। এর ফলস্বরূপ, টাটা মোটরস-এর মতো গাড়ি নির্মাতারা ক্রমবর্ধমান ইনপুট খরচ ও মাণদণ্ড পরিবর্তনের কারণে তাদের যাত্রীবাহী গাড়ির দাম বাড়াতে বাধ্য হয়েছে।
Tata Motors Update: ভারত 31 মার্চ, 2023-এ শেষ হওয়া অর্থবছরে যাত্রীবাহী গাড়ির সর্বকালের সর্বোচ্চ বিক্রি রেকর্ড করেছে। এমনকী সারা বছর একাধিক মূল্যবৃদ্ধির মধ্যেও এই শিরোপা পয়েছে কোম্পানি। বিক্রয় বৃদ্ধি মূলত বড় ও আরও ব্যয়বহুল স্পোর্টস ইউটিলিটি যানবাহনের (SUV) চাহিদা বৃদ্ধির কারণে হয়েছে। Tata Motors-এর Nexon ও Punch SUVগুলি ২০২৩ সালে ভারতে সর্বাধিক বিক্রিত গাড়িগুলির মধ্যে ছিল, যা অটোমেকারের সাফল্যে উল্লেখযোগ্য অবদান রেখেছিল৷
বাজারে আসার পর থেকেই ক্রেতাদের চোখ টেনেছে টাটার এই গাড়িটি। এমনিতেই SUV-সেগমেন্টের গাড়ির আগ্রহ এখন অনেকটাই বেশি। গ্রাহকদের সেই চাহিদাই অনেকটা পূরণ করেছে TATA Nexon. এবার বিক্রির দৌলতেও নতুন মাইলফলক ছুঁয়ে ফেলল টাটার এই গাড়িটি।
টাটার এই মডেলটি ইতিমধ্যেই ৫ লক্ষ ইউনিট বাজারে ছেড়েছে। এই মাইলফলক ছোঁয়ার পরে তা উদযাপন করা হল টাটার তরফে।
সাব কমপ্যাক্ট SUV-এর সেগমেন্টে পড়ে TATA Nexon. নয়া দিল্লিতে ২০১৪ সালে অটো এক্সপো-তে প্রথম এই মডেলের প্রোটোটাইপন দেখানো হয়। ২০১৭ সালে প্রথম বাজারে আসে TATA Nexon. তখন এই দাম (Ex Showroom Price) শুরু হয়েছিল ৫ লক্ষ ৮৫ হাজার টাকা থেকে। সবচেয়ে বেশি দাম ছিল ৯ লক্ষ ৪৫ হাজার টাকা। SUV সেগমেন্টে এর আগেও টাটার একাধিক গাড়ি এসেছে বাজারে। তা পছন্দও করেছেন ক্রেতারা। নতুন করে সাব ৪ মিটার গাড়ির চাহিদা বেড়েছে ভারতীয় বাজারে। সেই সেগমেন্টে টাটার প্রথম গাড়ি নেক্সন।
Car loan Information:
Calculate Car Loan EMI