PNB MetLife Bonus: পিএনবি মেটলাইফ বিমা সংস্থা তাঁর গ্রাহকদের জন্য বড় খবর নিয়ে এসেছে। সম্প্রতি এই সংস্থা জানিয়েছে ৫.৮২ লাখ গ্রাহককে তারা এবার ৯৩০ কোটি টাকার বোনাস দেবে। সংস্থা জানিয়েছে গত বছরের তুলনায় ২১ শতাংশ বেশি বোনাস দেবে (PNB MetLife Bonus) পিএনবি মেটলাইফ। এই বছর পিএনবি মেটলাইফের (Insurance Bonus) বোনাস ১৬১.৪০ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৯৩০ কোটি টাকা। আবার বোনাস পাওয়ার যোগ্য গ্রাহকদের সংখ্যাও গত বছরের থেকে বেড়েছে ৩০ শতাংশ।


কীভাবে বোনাস পাবেন পলিসিহোল্ডাররা


পিএনবি মেটলাইফের মুখ্য বিনিয়োগ অফিসার সঞ্জয় কুমার জানিয়েছেন, সংস্থার পক্ষ থেকে গ্রাহকদের দীর্ঘমেয়াদী মুনাফা এবং আর্থিক সুরক্ষাকে (Insurance Bonus) আরও বেশি প্রাধান্য দিতে চলেছেন। আর এই জন্যেই বোনাস দেওয়ার কথা ভাবা হয়েছে সংস্থার তরফে। সংস্থা জানিয়েছে পলিসিহোল্ডারদের দেওয়া প্রিমিয়ামের ভিত্তিতেই সংস্থার সম্পদের পরিমাণ বেড়েছে। সাধারণভাবে এই সম্পদ (PNB MetLife Bonus) বিমার দাবিপূরণে কাজে লাগে। আর এই টাকার বেশিরভাগ অংশই নিরাপদ সরকারি ডেট ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করে সংস্থা। তবে এর কিছু অংশ বিনিয়োগ করা থাকে ইকুইটিতে। এই মুনাফার কিছু অংশ গ্রাহকদের দেওয়া হয় অর্থবর্ষের শেষে।


বিমা সংস্থাগুলি দেয় এই ধরনের বোনাস


সিম্পল রিভার্শনারি বোনাস গণনা করা হয় যে টাকা জমা করা হয়েছে বিমায় তার উপর। এই বোনাসের পরিমাণ ঠিক হয় বার্ষিক ভিত্তিতে। এটা জমতে থাকে পলিসি ম্যাচিওর না করা পর্যন্ত অথবা কোনও ক্লেইম না আসা পর্যন্ত। বিমা সংস্থাগুলি এর সঙ্গে কম্পাউন্ড রিভার্শনারি বোনাসও দিয়ে থাকে। এটি ঠিক হয় কনসলিডেটেড আমানত অঙ্ক এবং আগের বছরে প্রাপ্ত বোনাসের অঙ্কের ভিত্তিতে। এতে আবার চক্রবৃদ্ধি হারে সুদ গণনা হয়। এই বোনাস দেওয়া হয় পলিসি ম্যাচিওর করলে অথবা পলিসিহোল্ডারের (Insurance Bonus) মৃত্যু ঘটলে। এছাড়াও বিমা সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় ক্যাশ বোনাস, ইন্টেরিম বোনাসও দেওয়া হয়।  


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে,  বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে বিমা সংক্রান্ত খবর দেওয়া হয়।)


আরও পড়ুন:  SBI EMI: EMI বাড়বে স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের ! কী বদল সুদের হারে ?