Aadhaar Card Free Update Deadline: আধার কার্ড নিয়ে বড় আপডেট এসে গেল। বিনামূল্যে আধার কার্ড আপডেট করার সময়সীমা আগের থেকে এখন আরও বাড়ল। এই পরিষেবা পাওয়ার সুযোগও বাড়ল। এতদিন পর্যন্ত ১৪ সেপ্টেম্বর ধার্য করা হয়েছিল বিনামূল্যে আধার কার্ড আপডেটের (Aadhaar Card Update) সময়সীমা। তবে এখন এই সময়সীমা বর্ধিত করা হয়েছে ডিসেম্বর মাস পর্যন্ত। অর্থাৎ যারা এখনও বিনামূল্যে আধার কার্ড আপডেট করাতে চান, তাদের হাতে এই বছরের শেষ পর্যন্ত সময় আছে।


ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া এই সময়সীমা বাড়িয়েছে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। শনিবার এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে UIDAI জানিয়েছে এই সময়সীমা বাড়ানোর তথ্য এবং এও উল্লেখ করেছে যে এর মাধ্যমে আগামী দিনেও বিনামূল্যে আধার আপডেটের পরিষেবা পাবেন গ্রাহকরা।


১৪ ডিসেম্বর পর্যন্ত বাড়ল সময়


শনিবার অর্থাৎ গতকাল ইউনিক আইডেন্টিফিকেশন অফ ইন্ডিয়া জানিয়েছে আধার কার্ড বিনামূল্যে আপডেট করার সময়সীমা যা এতদিন পর্যন্ত ধার্য ছিল ১৪ সেপ্টেম্বর, তা বাড়ানো হয়েছে আবার। ফলে গ্রাহকরা আরও ৩ মাসের সময় পেলেন। এই পরিস্থিতিতে আগামী ১৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হয়েছে। UIDAI সমস্ত আধার কার্ড গ্রাহকদের উদ্দেশ্যে জানিয়েছে যে সমস্ত গ্রাহকের আধার কার্ড ১০ বছর বা তাঁর বেশি সময় আগে করা হয়েছে, তাদের আধার কার্ড আপডেট করা অবশ্যই দরকার। এই জন্য সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধে দেওয়া হচ্ছে।


এক্স হ্যান্ডলে এই আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানোর ব্যাপারে জানানো হয়েছে সকলকে। ১৪ সেপ্টেম্বরের বদলে এখন এই সময়সীমা বেড়ে হয়েছে ১৪ ডিসেম্বর পর্যন্ত।


শুধু অনলাইন আপডেটেই মিলবে এই সুবিধে


শুধুমাত্র অনলাইন আপডেটের ক্ষেত্রেই এই বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে UIDAI। মাই আধার পোর্টাল থেকে সহজেই এই আধার কার্ড বিনামূল্যে আপডেট করা যাবে। একইসঙ্গে আধার সেন্টারে গিয়ে আপডেট করালে বিনামূল্যে পরিষেবা পাওয়া যাবে না। তবে বায়োমেট্রিক বা আইরিস আপডেটের ক্ষেত্রে কোনও আধার সেন্টারেই যেতে হবে গ্রাহককে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।