Free Aadhaar Card Update: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া সংক্ষেপে UIDAI আজ ফের একটি বড় ঘোষণা করেছে। বিনামূল্যে আধার কার্ড (Aadhaar Card) আপডেটের সময়সীমা আবার বাড়াল কেন্দ্র। ১৪ ডিসেম্বরই শেষ দিন ছিল বিনামূল্যে আধার কার্ড আপডেটের (Aadhaar Card Update) জন্য। তবে এবার সেই মেয়াদ আরও বাড়িয়ে করা হয়েছে ১৪ জুন ২০২৫ পর্যন্ত। আপনি যদি আপনার আধার কার্ড, নাম, ঠিকানা ইত্যাদি বিনামূল্যে পরিবর্তন (UIDAI) করতে চান, তাহলে এর জন্য আপনাকে কোনো খরচ করতে হবে না। তবে যে কোনো আধার সেন্টারে গেলে আপডেটের জন্য কোনো খরচ হবে না। অনলাইনে UIDAI-এর ওয়েবসাইট থেকে এই আপডেট করা যাবে আধার কার্ডের ডেমোগ্রাফিক তথ্য।


বিনামূল্যে আপডেটের সময়সীমা আরও বাড়ল


বারবার বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা বাড়ানো হচ্ছে। এর আগে এই সময়সীমা ছিল ১৪ জুন ২০২৪ তারিখে। পরে এই সময়সীমা বাড়িয়ে করা হয় ১৪ ডিসেম্বর পর্যন্ত। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আরও একবার এই সময়সীমা বাড়াল এবার। আগামী বছর ১৪ জুন পর্যন্ত সহজেই বিনামূল্যে এই আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে।


এর মাধ্যমে দেশের কোটি কোটি আধার কার্ড গ্রাহককে বিনা খরচে আধার আপডেট করার সুবিধে দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফে। আপনি যদি আধার কার্ড আপডেট করতে চান, তাহলে অনলাইনে আপডেটের ক্ষেত্রে কোনো খরচ ছাড়াই ১৪ জুন ২০২৫-এর মধ্যে সুযোগ পাবেন।


কীভাবে অনলাইনে আধার কার্ড আপডেট করা যাবে ?


প্রথমে আপনাকে UIDAI-এর আধিকারিক ওয়েবসাইটে যেতে হবে সেলফ সার্ভিস পোর্টাল myaadhaar.uidai.gov.in –এ।


নিজের আধার নম্বর, ক্যাপচা কোড আর মোবাইল নম্বরে আসা ওটিপি বসালেই আপনার প্রোফাইল খুলে যাবে।


এবার ডকুমেন্ট আপডেট সেকশনে সমস্ত তথ্য দিতে হবে যা যা আপনি আপডেট করতে চান।


ড্রপ ডাউন লিস্ট থেকে উপযুক্ত ডকুমেন্ট টাইপ বেছে নিয়ে যাচাইকরণের জন্য সেই নথি স্ক্যান করে আপডেট করতে হবে।


এরপরে আপনাকে দেওয়া হবে সার্ভিস রিকোয়েস্ট নম্বর। এই নম্বরের সাহায্যে আপনি এই পোর্টাল থেকে আপডেটের স্ট্যাটাস জানতে পারবেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: IPO Alert: বাজারে আরও একটি নয়া IPO আনার পরিকল্পনা LIC-র, কী জানাল সংস্থা ?