LIC Mutual Fund IPO: এলআইসির প্রথম আইপিও এসেছিল ২০২২ সালের ৪ মে। ২ বছর কেটে গিয়েছে। এবার জানা যাচ্ছে এলআইসির (LIC Mutual Fund) একটি সহযোগী সংস্থা নয়া আইপিও আনতে চলেছে বাজারে। এলআইসি মিউচুয়াল ফান্ড এবার তাদের আইপিও (IPO Alert) আনার তোড়জোড় শুরু করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ত ১ লক্ষ কোটি টাকার সীমা পেরোলেই আইপিও (LIC Mutual Fund IPO) আনা হবে। গতকাল শুক্রবার সংস্থার (Mutual Fund) পক্ষ থেকে এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। এলআইসি মিউচুয়াল ফান্ড ২০২৫-২৬ অর্থবর্ষের মধ্যেই ১ লক্ষ কোটি AUM-এর লক্ষ্যমাত্রা নিয়েছে।


২০২২-২৩ অর্থবর্ষে এই সংস্থার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল ১৬,৫২৬ কোটি টাকা এবং তা ২০২৩-২৪ অর্থবর্ষে বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার কোটি টাকা। মিউচুয়াল ফান্ড সেক্টরে দ্রুত সমৃদ্ধিশালী হয়ে উঠেছে এই এলআইসি মিউচুয়াল ফান্ড।


বর্তমানে ৩০ শতাংশ হারে বাড়ছে এই সংস্থার রাজস্ব


এলআইসি মিউচুয়াল ফান্ড সংস্থার অ্যাসেট ম্যানেজমেন্ট ডিরেক্টর এবং এক্সিকিউটিভ সিইও আর কে ঝা জানিয়েছেন যে ২০২৩-২৪ অর্থবর্ষে এই সংস্থা ৬৭ শতাংশ গ্রোথ এনেছে, এমনকী এই সংস্থার বর্তমান গ্রোথ রেট রয়েছে ৩০ শতাংশ। এই সংস্থার মোট জমা করা ফান্ডের ৪৭ শতাংশ রয়েছে ইকুইটিতে এবং বাকি ৫৩ শতাংশ এসেছে বন্ডের মাধ্যমে।


আর কে ঝা জানিয়েছেন যে প্রাতিষ্ঠানিক এবং কর্পোরেট বিনিয়োগকারীরা বন্ডেই বেশিরভাগ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেছেন এবং খুচরো বিনিয়োগকারীরা ইকুইটির দিকে নজর দিয়েছেন বেশিমাত্রায়। তিনি জানিয়েছেন যে এই সংস্থার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট যখন ১ লক্ষ কোটি ছাড়াবে, সেই সময় ইকুইটি যেন ৬৫-৭০ শতাংশে উন্নীত হয়।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Home Loan: হোম লোন শোধ না হওয়ায় রিকভারি এজেন্ট হেনস্থা করছে ? কী কী আইনি ব্যবস্থা নিতে পারেন ?