Aadhaar Card Status: আধার কার্ড আর কেবল আপনার পরচিয়পত্র নয়। এখন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা থেকে সন্তানের স্কুলে ভর্তি ছাড়াও সরকারি প্রকল্পের সুবিধা নিতে কাজে লাগে এই কার্ড (Aadhaar Card )। সেই কারণে দেশের নাগরিকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এই ডকুমেন্ট। এই কার্ডে আপনার পুরোনো ছবি পরিবর্তন করতে চাইলে মেনে চলুন এই পদক্ষেপ।
Aadhaar Card: অনলাইনে বদলাতে পারবেন ছবি ?
বরাবরই আর কার্ডের সময়ে সময়ে নথি আপডেট করতে বলে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া(UIDAI)।কার্ড ব্যবহারকারীর ব্যক্তিদের মোবাইল নম্বর সহ ঠিকানা পরিবর্তন হলেও তা আপডেট করতে বলে সংস্থা। সেই ক্ষেত্রে আধার কার্ডে যদি আপনার পুরোনো ছবি পছন্দ না হয়, তবে তা পরিবর্তন করতে পারেন। মনে রাখবেন, আধার কার্ডে ছবি পরিবর্তন করার কোনও অনলাইন প্রক্রিয়া নেই। এই ক্ষেত্রে আপনাকে কাছের আধার কেন্দ্রে গিয়ে এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে।
Aadhaar Card Update: এইভাবে পরিবর্তন করুন ছবি
১ প্রথমে আপনাকে UIDAI ওয়েবসাইট uidai.gov.in-এ লগ ইন করতে হবে।
২ এবার এখানে আধার এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করুন।
৩ এই আধার এনরোলমেন্ট ফর্মটি পূরণ করা হলে তা কাছের আধার সেবা কেন্দ্রে জমা দিন।
৪ সেখানে আধার এনরোলমেন্ট সেন্টারে কর্মচারীরা আপনার বায়োমেট্রিক বিবরণ নেবে।
৫ আপনার ছবিও আধার এনরোলমেন্ট কেন্দ্রের কর্মীরা তুলবেন।
৬ এই কাজের জন্য আধার এনরোলমেন্ট সেন্টারের কর্মচারীরা ২৫ টাকা + জিএসটি ফি হিসাবে নতুন ছবি আপডেট করবে।
৭ আপনি আধার কেন্দ্র থেকে ইউআরএন সহ একটি স্লিপ পাবেন।
৮ আপনার আধার কার্ডের ছবি পরিবর্তন করা হয়েছে কি না তা পরীক্ষা করতে আপনি এই URN ব্যবহার করতে পারেন।
৯ কার্ডের ফটো আপডেট হওয়ার পরে নতুন ফটো সহ একটি আপডেট করা আধার কার্ড ডাউনলোড করুন।