ত্রিনিদাদ: গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে (One Day) ম্যাচে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। পাকিস্তানকে (Pakistan) টেক্কা দিয়ে কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে টানা ১২টি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের নজির গড়েছে ভারতীয় দল। অধিনায়ক হিসেবে নজির শিখর ধবনের (Shikhar Dhawan)। আর সিরিজ জয়ের পরই অভিজ্ঞ বাঁহাতি তারকা দলের ছেলেদের প্রশংসায় পঞ্চমুখ হলেন।
কী বললেন ধবন?
রোহিত শর্মার অনুপস্থিতিতে এই মুহূর্তে জাতীয় দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন শিখর ধবন। দ্বিতীয় ওয়ান ডে ম্য়াচের পর তিনি বলেন, ''আসাধারণ এখটা দলগত সাফল্য এটি। ছেলেরা দারুণ কাজ করেছে। শ্রেয়স, সঞ্জু, স্যামসন প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করল। আবেশও ওর প্রথম ওয়ান ডে ম্যাচেই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ১১ রান করেন। আইপিএলকে অনেক অনেক ধন্যবাদ। এই তরুণসেরা সেই মঞ্চে খেলার সুযোগ পেয়েছে। নিজেদের মেলে ধরতে পেরেছে।''
ধবন আরও বলেন, ''ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত শুরু করেছিল। হোপ ও পুরান দারুণ খেলছিল। আমরা জানতাম যে ওরা যদি বড় রান করতে পারে, আমরাও পারব। শুভমন দারুণ ব্যাট করছি। শ্রেয়স ও সঞ্জু পার্টনারশিপ গড়ে তুলেছিল ভাল। কিন্তু একটা বাজে রান আউট হতে হল। যদিও ছেলেরা সবাই শিখছে প্রতি ম্যাচ থেকেই। এগুলো খেলার অঙ্গ।''
২ উইকেটে জয় ভারতের
৩১২ রানের লক্ষ্যমাত্রা। প্রথম ম্যাচে শিখর ধবন ও শুভমন গিলের ব্যাটে সেঞ্চুরি পার্টনারশিপ এসেছিল। এদিন মাত্র ১৩ রান করে ফিরলেন ভারত অধিনায়ক। গিলের ব্যাট থেকে আসে ৪৩ রান। তিন নম্বর নামা শ্রেয়স আইয়ার ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কার সাহায্যে ৫১ বলে ৫৪ রানের ইনিংস খেলেন সঞ্জু স্যামসন। তবে এঁরা ফিরে যাওয়ার পর মাঝে একটু চাপ বেড়েছিল ভারতের। কিন্তু লোয়ার অর্ডারে নেমে ঝোড়ো অর্ধশতরানে ম্যাচে ভারতের জয় নিশ্চিত করেন অক্ষর পটেল। প্রথমে দীপক হুডা (৩৩) ও পরে শার্দুল ঠাকুর, আবেশ খানকে সঙ্গে নিয়ে ভারতের জয় এনে দেন অক্ষর। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন।
আরও পড়ুন: প্রসিদ্ধ কৃষ্ণর জার্সি পড়ে মাঠে দীপক হুডা, কিন্তু কেন?