UIDAI Update: মাত্র কয়েক মাস পাবেন এই সুযোগ। এবার থেকে বিনামূল্যে আপডেট করতে পারবেন আধার কার্ড। আপনি যদি অনলাইনে গিয়ে কিছু আপডেট করতে চান, এর জন্য টাকা দিতে হবে না আপনাকে। সম্প্রতি এমনই ঘোষণা করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।
Aadhaar Card Update: কী বলেছে আধার কর্তৃপক্ষ ?
বর্তমানে নাগরিকদের বিনামূল্যে আধারের জন্য অনলাইন নথি আপডেটের সুযোগ দিচ্ছে UIDAI। আধার কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষাধিক মানুষ। বর্তমানে ডিজিটাল ইন্ডিয়া প্রচারের আওতায় UIDAI এই সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে MyAadhaar পোর্টালে গিয়ে বিনামূল্যে নথি আপডেট করার সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এই সুবিধা কেবল তিন মাসের জন্য বিনামূল্যে পাওয়া যাবে। এই সুবিধা ১৫ মার্চ ২০২৩ থেকে ১৪ জুন পর্যন্ত পাওয়া যাবে। MyAadhaar পোর্টালে নথি আপডেট করার জন্য কোনও ফি দিতে হবে না, তবে আধার কেন্দ্রগুলিতে গিয়ে নথি আপডেট করার জন্য ৫০ টাকা ফি দিতে হবে।
UIDAI Update: ১০ বছর হয়ে গেলেই আপডেট করতে হবে আধার
যে নাগরিকদের ১০ বছর আগে আধার কার্ড তৈরি করেছেন, তাদেরও নতুন নিয়ম অনুসারে কার্ড আপডেট করতে হবে। UIDAI তাদের বিবরণ আপডেট করার জন্য পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ পুনরায় যাচাই করতে বলেছে।
যদি কেউ আদার কার্ডে তাঁর নাম, জন্মের তারিখ, ঠিকানা ও অন্যান্য বিষয়গুলিতে পরিবর্তন করতে চান, তবে অনলাইন আপডেট পরিষেবা ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে বিনামূল্যে এই আপডেট করতে পারবেন ওই ব্যক্তি। তবে কেউ এই আপডেট করতে কাছের আধার কেন্দ্রে গেলে তাঁকে ৫০ টাকা দিয়েই কার্ড আপডেট করতে হবে।
Aadhaar Card Update: কীভাবে আপডেট করবেন আপনার আধার কার্ড
নাগরিকদের তাদের আধার নম্বরের মাধ্যমে https://myaadhaar.uidai.gov.in -এ লগইন করতে হবে।
এবার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে।
এই পর্বে ডকুমেন্ট আপডেটে ক্লিক করতে হবে , যেখানে বর্তমান বিবরণ দেখতে পাবেন।
আধার কার্ড হোল্ডারকে বিস্তারিত যাচাই করতে হবে এখানে।
সবকিছু ঠিক থাকলে, হাইপারলিংকে ক্লিক করুন।
পরবর্তী স্ক্রিনে, ড্রপডাউন তালিকা থেকে পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ নির্বাচন করতে হবে।
এখানেই কাগজপত্র আপলোড করতে হবে আপনাকে।
একবার আপডেট অনুমোদিত হলে পরিচয়ের প্রমাণ ও ঠিকানার প্রমাণ UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন।
Train Fare Concession : ট্রেনের ভাড়ায় প্রবীণ নাগরিকরা পাবেন ছাড় ? ভারতীয় রেলে নতুন আপডেট