Aadhaar Card: আধার কার্ডের (Aadhaar Card) দুটি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল UIDAI। এর প্রভাব পড়বে আমার-আপনার ওপর। জানেন, এরফলে সমস্যায় পড়বেন কারা।  


Aadhaar Card Update: কেন গুরুত্বপূর্ণ এই ঘোষণা ? 
বর্তমান আধার কেবল আর আপনার পরিচয়পত্র নয়। সরকারি কাজ থেকে শুরু করে ব্যাঙ্কিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আধার থাকা বাধ্যতামূলক। এ ছাড়াও আধার কার্ডে দেওয়া তথ্য সময়ে সময়ে আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার সংক্রান্ত সব ধরনের আপডেট দিয়ে থাকে। যার মধ্যে এবার আধার সংক্রান্ত দুটি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এর প্রভাব পড়বে সব আধার কার্ডহোল্ডারের ওপর।


UIDAI Alert: এই দুই পরিষেবা বন্ধ করেছে কর্তৃপক্ষ
UIDAI পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত Address Validation Letter-এর মাধ্যমে আধার কার্ডে ঠিকানা আপডেট করার সুবিধা বন্ধ করে দিয়েছে। এই চিঠির মাধ্যমে ভাড়াটে বা অন্যান্য আধার কার্ডধারকরা সহজেই তাদের ঠিকানা আপডেট করতে পারে। UIDAI তার ওয়েবসাইট থেকে Address Validation Letter সম্পর্কিত অপশন সরিয়ে দিয়েছে। UIDAI-এর তরফে জানানো হয়েছে, 'আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঠিকানা যাচাইকরণ পত্রের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।আপনি অন্যান্য বৈধ ঠিকানা প্রমাণের মাধ্যমে এই তালিকা থেকে ঠিকানা আপডেট করতে পারেন (https://uidai.gov.in/images/commdoc/valid_documents_list.pdf)


Aadhaar Card Update: কারা পড়বে সমস্যায় ?
এই সিদ্ধান্তের ফলে আধার কার্ডে ঠিকানা আপডেট করতে সমস্যা হবে। বিশেষ করে যারা ভাড়ায় থাকেন বা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করছেন, তাদের এখন আধারে ঠিকানা আপডেট করতে সমস্যা হতে পারে। যাদের কাছে ঠিকানা পরিবর্তন করার জন্য অন্য কোনও প্রমাণ নেই, তাদের জন্যও বড় সমস্যা হতে পারে।


Aadhaar Card Reprint: পুরোনো পরিষেবাও বন্ধ
পুরনো আদলে লম্বা আধার কার্ড রিপ্রিন্টের পরিষেবা বন্ধ করে দিয়েছে UIDAI। আসলে, এখন পুরানো কার্ডের পরিবর্তে UIDAI প্লাস্টিকের PVC কার্ড ইস্যু করে। এই কার্ডটি আপনার সাথে বহন করা সহজ। আসলে এটি একটি ডেবিট কার্ডের মতো। সব জায়গায় আধার কার্ড প্রয়োজন। এমন পরিস্থিতিতে এখন আপনি সহজেই পকেটে ও মানিব্যাগে রাখতে পারবেন এই নতুন কার্ড।


Aadhaar Card Reprint: পুরোনো আধারের পরিবর্তে কী পরিষেবা ?
ট্যুইটারে একজন ব্যবহারকারীর প্রশ্নের জবাবে, পুরোনো আধার কার্ড প্রিন্ট নিয়ে ট্যুইট করেছে আধার সহায়তা কেন্দ্র। সেখানে বলা হয়েছে পুরোনো পেপার আধার কার্ডের পুনরায় ছাপানোর পরিষেবা বন্ধা করা হয়েছে৷ পরিবর্তে আপনি অনলাইনে আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারেন। আপনি চাইলে ই-আধারের একটি প্রিন্ট আউট নিয়ে কাগজ নিজের কাছে রাখতে পারেন।


আরও পড়ুন : Aadhaar Seva Kendra: আধার সেবা কেন্দ্রের অ্যাপয়েন্টমেন্ট নিতে চান ? অনলাইনে এইভাবে করুন বুকিং