Aadhaar Update: বাড়ির কাছে আধার কেন্দ্র খুঁজতে আর সমস্যা হবে না। কেবল কয়েক ধাপেই নিকটবর্তী আধার সেবা কেন্দ্রের (Aadhaar Seva Kendra) সন্ধান পেয়ে যাবেন আপনি। সম্প্রতি নাগরিকদের কথা মাথায় রেখে এমনই নতুন পোর্টাল এনেছে UIDAI। জেনে নিন কীভাবে হবে আপনার সমস্যার সমাধান।


Bhuvan Aadhaar Portal: এই পোর্টালেই আছে উত্তর
সম্প্রতি আধার কার্ড ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন ভূবন আধার পোর্টাল (Bhuvan Aadhaar Portal)এনেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার (NRSC), ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO), মহাকাশ বিভাগের সঙ্গে গাঁটছড়া বেঁধে তৈরি হয়েছে এই পোর্টাল। 


Aadhaar Update: এক পোর্টালে তিন সুবিধা
এই ভূবন আধার পোর্টালের মাধ্যে আধারকার্ড হোল্ডাররা তিনটি বিশেষ সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছে 'প্রক্সিমিটি অ্যানালিসিস', নিকটতম আধার কেন্দ্রগুলির 'রুট ন্যাভিগেশন' ও আধার কেন্দ্রগুলির geospatial display। এই তিন বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই কাজের আধার সেন্টার খুঁজে পাবেন আপনি। সেই ক্ষেত্রে 'প্রক্সিমিটি অ্যানালিসিস'-আধার কেন্দ্র কত কাছে জানিয়ে দেবে এই ফিচার। কীভাবে ওই আধার সেন্টারে যাবেন, তার দিক নির্দেশ করবে 'রুট ন্যাভিগেশন' । শেষে নির্দিষ্ট স্থানের ছবি তুলে ধরবে geospatial display। সম্প্রতি এই নতুন পোর্টালের বিষয়ে ট্যুইট করেছে UIDAI। 


Bhuvan Aadhaar Portal: আপনার নিকটতম আধার সেবা কেন্দ্র কীভাবে এইভাবে খুঁজে নিন


https://bhuvan.nrsc.gov.in/aadhaar/  এ গেলে আপনি স্ক্রিনের বাঁ দিকে চারটি ড্রপ-ডাউন বিকল্প পাবেন।


আপনার নিকটতম আধার সেবা কেন্দ্র সনাক্ত করতে ‘Centers Nearby’অপশন নির্বাচন করতে পারেন। এই বিকল্পটি নির্বাচন করে আপনি আপনার অবস্থান বা শহর প্রবেশ করে আপনার নিকটতম আধার কেন্দ্র সনাক্ত করতে পারেন৷


এখানে ‘Search by Aadhaar Seva Kendra’ বিকল্পের মাধ্যমে কেউ তার নিকটতম আধার কেন্দ্রও নির্বাচন করতে পারেন, যার জন্য আপনাকে আধার সেবা কেন্দ্রের নাম লিখতে হবে।


তৃতীয় বিকল্পে 'পিন কোড দিয়ে অনুসন্ধান করুন' কাছে আধার কেন্দ্র। এই বিকল্পটি ব্যবহার করে কেউ তার অবস্থানের পিন কোড প্রবেশ করে আধার কেন্দ্রগুলি কত দূরে তা জানতে পারেন৷


চতুর্থ বিকল্পটি হল 'রাজ্য-ভিত্তিক আধার সেবা কেন্দ্র', এই বিকল্পটি ব্যবহার করে আপনি রাজ্য, জেলা, উপ-জেলা এবং কেন্দ্রের প্রকারের মতো বিবরণ লিখতে পারেন, আপনার জেলার রাজ্য-ভিত্তিক আধার সেবা কেন্দ্রগুলির তালিকা পেতে পারেন।


এছাড়াও টুলস বিভাগের মাধ্যমে একজন আধার কার্ডধারক তার নির্দিষ্ট আধার কেন্দ্রগুলির সঠিক অবস্থান ট্র্যাক করতে 'প্রক্সিমিটি অ্যানালিলিস' ব্যবহার করে দিক নির্দেশ বুঝে নিতে পারেন।



 


আরও পড়ুন : SBI New Facility: ঘরে বসেই ৩৫ লক্ষ টাকা ! কীভাবে , কারা পাবেন জানেন ?